বুধবার গভীর রাতে প্রয়াত হয়েছেন শিল্পপতি রতন টাটা (Ratan Tata)। রতন টাটা (Ratan Tata)শুধু একজন শিল্পপতি ছিলেন না। রতন টাটা (Ratan Tata) ছিলেন দেশের কাছে, দেশের মানুষের কাছে আশা-ভরসার জায়গা। রতন টাটার (Ratan Tata)প্রয়াণে শোকস্তব্ধ সারা দেশ। মহারাষ্ট্র সরকার বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রতন টাটার (Ratan Tata) শেষকৃত্যে যেতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অভিনয় জগতের একাধিক মানুষ রতন টাটার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
রতন টাটা অবিবাহিত ছিলেন। এক অভিনেত্রীকে ভালোবেসেই তিনি অবিবাহিত ছিলেন বলে জানা যায়। একাধিক সাক্ষাৎকারে রতন টাটা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন। কথা বলেছেন নিজের প্রণয় নিয়ে। সেখানে বার বার উঠে এসেছে সেই অভিনেত্রীর কথা। বার বার রতন টাটার সঙ্গে সেই বিখ্যাত অভিনেত্রীর নাম জড়িয়েছে। যৌবনে রতন টাটার ব্যক্তিত্বে, চেহারায় আকৃষ্ট হয়েছিলেন বহু অভিনেত্রী। তবে তাঁর মন কেড়েছিলেন এক অভিনেত্রী। তাঁকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। তাঁর কারণেই সারা জীবন অবিবাহিত থেকে গিয়েছিলেন বলে শোনা যায়।
সেই অভিনেত্রী আর কেউ নয়, সিমি গারেওয়াল। অভিনয়ের পাশাপাশি নানা জনপ্রিয় শো সঞ্চালনা করেছেন তিনি। এক সময়ে তাঁর প্রেমে কার্যত হাবুডুবু খেয়েছিলেন রতন টাটা। সময়টা ১৯৭০। সেই সময় বিভিন্ন অনুষ্ঠানে রতন টাটার পাশে দেখা গিয়েছিল সিমি গারেওয়ালকে। তাঁরাও কখনও নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি। বরাবরই নিজেদের ভালো বন্ধু বলে পরিচয় দিয়েছিলেন। ২০১১ সালে একটি সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছিলেন রতন টাটা। সেই সময় তিনি বলেছিলেন, তাঁর জীবনে চারবার প্রেম এসেছিল। এক অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন। তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। সিমিও একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন, রতন টাটার সঙ্গে তাঁর গভীর সম্পর্ক ছিল।
রতন টাটার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন সিমি গারেওয়াল। তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে বলেন, “সবাই বলছে তুমি চলে গিয়েছো..এই ক্ষতি সহ্য করা খুব কঠিন, খুব কঠিন… বিদায় বন্ধু।”