লা লিগা শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা মোটেই ভালো হলো না রিয়াল মাদ্রিদের (Real Madrid)। আসরের শুরুর ম্যাচেই হোঁচট খেয়েছে কার্লো আনচেলত্তির দল। প্রতিপক্ষের মাঠে পয়েন্ট হারিয়ে নতুন মরশুম শুরু হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।
উয়েফা সুপার কাপের শিরোপা জিতে রিয়াল মাদ্রিদের (Real Madrid) হয়ে নিজের যাত্রা শুরু করলেও লা লিগায় অভিষেকটা কিলিয়ান এমবাপের জন্য নিশ্চিতভাবেই ছিল বিশেষ কিছু। কিন্তু সেই অভিষেকে ভালো খেলেও হাসিমুখে মাঠ ছাড়তে পারেননি তিনি। ছয় মরশুমের মধ্যে এবারই লিগের প্রথম ম্যাচে জয়হীন রিয়াল। মায়োর্কার মাঠে রিয়াল ম্যাচ ড্র করেছে ১-১ গোলে। ম্যাচে একাধিকবার গোলের কাছাকাছি গিয়েও কখনো ফিনিশিং ব্যর্থতায়, আবার কখনো প্রতিপক্ষের গোলরক্ষকের দৃঢ়তায় গোল পাওয়া হয়নি এমবাপ্পের। শেষ পর্যন্ত ম্যাচটাও রিয়াল আর জিততে পারেনি।
গত সপ্তাহে আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে মরশুম শুরু করে রিয়াল (Real Madrid)। সেই রিয়ালকেই কাল লেগেছে অচেনা। যদিও শুরুটা হয় প্রত্যাশা মতো। ম্যাচের ১৩ মিনিটেই পেয়ে যায় লিড। ডি বক্সে ভিনিসিউস জুনিয়রের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে একটু জায়গা বানিয়ে ডান পায়ের শটে স্কোরলাইন ১-০ করেন রদ্রিগো।
এই উচ্ছ্বাস থেমে যায় দ্বিতীয়ার্ধে। বিরতি থেকে ফিরে চ্যাম্পিয়নদের স্তব্ধ করে ম্যাচে ফেরে মার্কোয়া। ম্যাচের ৫৩তম মিনিটে রদ্রিগেসের কর্নারে জোরাল হেডে ঠিকানা খুঁজে নেন কসোভোর ফরোয়ার্ড মুরিচি। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল। শেষ পর্যন্ত সঙ্গী হয় ড্র।
শুধু ড্র নয়, রিয়াল (Real Madrid) এদিন আরেকটি ধাক্কাও খেয়েছে। ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন রিয়ালের ফেরলঁদ মঁদি। পরের লিগ ম্যাচে আগামী রোববার রেয়াল ভাইয়াদলিদের বিপক্ষে খেলতে পারবেন না এই ফরাসি ডিফেন্ডার।
ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে রিয়াল (Real Madrid) কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘আমরা এগিয়ে গিয়েছিলাম এবং সুযোগও পেয়েছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে ভারসাম্য হারিয়ে ফেলি। এই ম্যাচটা ভালো ছিল না। এই ম্যাচ পরিষ্কারভাবে দেখায়, রক্ষণে আমাদের আরও ভালো করতে হবে। আর মাঠেও আমাদের আরও ভালো ভারসাম্য পেতে হবে।’