সোশ্যাল মিডিয়ায় ফের একবার বোমা ফাটালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (RG Kar)। সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ (RG Kar) লিখেছেন, ‘সূত্রের খবর, বিচারে ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইয়ের ফাঁসির আদেশ হলে ঊর্ধ্বতর আদালতে ফাঁসির রায়ের বিরুদ্ধে সঞ্জয়ের পক্ষে লড়বেন সিপিএমের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (RG Kar)।’
বার বার সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করে কুণাল ঘোষ সংবাদের শিরোনামে থাকে। সেই তালিকায় নতুন সংযোজন এই মন্তব্য। এই প্রসঙ্গে যদিও বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আরজি করের ধর্ষণ খুনের ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল। সিবিআই তদন্তভার নেওয়ার পর কলকাতা পুলিশ সঞ্জয়কে হস্তান্তর করে। অন্যদিকে, সঞ্জয় রায়কে আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় মুখ খোলেন সঞ্জয়। তিনি বলেন, তাঁকে ফাঁসানো হচ্ছে। এরপরেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সিপিএম-এর তরফে শেয়ার করা হয়। তারপরেই বিস্ফোরক মন্তব্য করেন কুণাল ঘোষ।
আদালত থেকে প্রিজনভ্যানে তোলার সময় সাংবাদিকদের দেখে আরজি করের প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় বলেন, ‘আমি কিন্তু রেপ আর মার্ডার করিনি। আমায় নীচে নামিয়ে দিল। আমার কথা শুনছে না। পুরো সরকার আমায় ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম। আমায় সব জায়গায় ভয় দেখাচ্ছে তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। এমনকী ডিপার্টমেন্ট আমায় ভয় দেখিয়েছে…আমি পুরোপুরি নির্দোষ। আমায় ফাঁসানো হয়েছে।’
বার বার বৃহত্তর ষড়যন্ত্রের দাবি করেছিল সিবিআই। কার্যত সেই দাবিকেই যেন সঞ্জয়ের মন্তব্য প্রাধান্য দিল। যদিও সিবিআই সঞ্জয়ের ঘটনাস্থলে উপস্থিতির একাধিক প্রমাণ পেয়েছে। সেগুলো ইতিমধ্যে আদালতে পেশ করেছে। আগেও আদালতে সঞ্জয় রায় কিছু বলতে চেয়েছিল। সেই সময় আদালত তাঁকে আইনজীবীর মাধ্যমে বলতে বলেছিল। আরজি করের ঘটনায় ইতিমধ্যে চার্জ গঠন হয়ে গেছে। শিয়ালদা আদালতে সোমবার থেকে প্রতিদিন ট্রায়াল হবে।