ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে আরজি কর (RG Kar) মামলার শুনানি। বুধবার এই মামলার (RG Kar) শুনানি হওয়ার কথা ছিল। তা পিছিয়ে যায়। বৃহস্পতিবার বেলা দুটোর সময় সুপ্রিম কোর্টে আরজি কর (RG Kar) মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এদিন সুপ্রিম কোর্টে সিবিআইয়ের আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, ধৃত সিভিক ভলেন্টিয়ারকে (RG Kar) মূল অভিযুক্ত করে ট্রায়াল শুরু হতে চলেছে। যদি এখন শুনানি না হয়, তাহলে ওই শুনানি বন্ধ করতে হবে। আরও কোনও চক্রান্তকারী সামনে আসতে পারে। বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, ইতিমধ্যে চার্জশিট ফাইল হয়ে গিয়েছে। চার্জ গঠন হয়ে গেছে। যদিও সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, রিপোর্ট দেখার পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সুপ্রিম কোর্টে আরজি করে পরবর্তী মামলার শুনানি মঙ্গলবার হওয়ার কথা ছিল। সেটি পিছিয়ে বুধবার হয়। বুধবারও সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি পিছিয়ে গেল।
প্রসঙ্গত, সোমবার আরজি কর মামলায় ধৃত সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের ধারায় গঠিত হয় চার্জ। ১১ নভেম্বর থেকে রোজ শুনানি হবে। আরজি কর খুন ও ধর্ষণের মামলায় শিয়ালদহ আদালতে রুদ্ধদ্বার কক্ষে চার্জ গঠন করা হয়। শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত -১ বিচারক অনির্বাণ দাসের এজলাসে ধৃতের বিরুদ্ধে চার্জ গঠন হয়। সিবিআই ধৃত সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (খুন), ৬৪(১) ধর্ষণ এবং ৬৬ ধারায় চার্জশিট দিয়েছিল। জানা গিয়েছে, এদিন বিচারকের সামনে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়।
সোমবার সাংবাদিকদের সামনে পেয়ে বিস্ফোরক মন্তব্য করেন আরজি করের প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়। গত তিন মাসে অনেকবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সঞ্জয় রায়। কিন্তু এবার প্রথম তিনি কিছু বলতে আগ্রহ প্রকাশ করেন। তিনি সাংবাদিকদের সামনে পেয়ে বলেন, “ আমি কিছু করিনি।” কিন্তু সোমবার যখন চার্জ গঠন করা হল তাঁর বিরুদ্ধে, তখন বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। বললেন, “সরকার আমাকে ফাঁসাচ্ছে। আমি রেপ মার্ডার করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে। ডিপার্টমেন্ট আমাকে চুপ থাকতে বলেছিল।”