Homeরাজ্যের খবরRG Kar মহালয়ার দুপুরে আচমকা নির্যাতিতার বাড়ি সিবিআই! কোন আপডেট দিতে এলেন...

RG Kar মহালয়ার দুপুরে আচমকা নির্যাতিতার বাড়ি সিবিআই! কোন আপডেট দিতে এলেন তদন্তকারী আধিকারিকেরা

Published on

মহালয়ার দুপুরে আরজি করের (RG Kar) নির্যাতিতা তরুণীর বাড়িতে হাজির হলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকেরা। তিন তদন্তকারী আধিকারিক নির্যাতিতার (RG Kar) বাড়ি যান। সেই সময় নির্যাতিতার বাড়ির (RG Kar)  বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। বেশ কিছুক্ষণ নির্যাতিতার (RG Kar) বাবা-মায়ের সঙ্গে কথা বলেন তাঁরা। সুপ্রিম কোর্টের তরফে নির্যাতিতার বাবার (RG Kar) লেখা চিঠিকে গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল সিবিআই। সেই চিঠির বয়ানের সঙ্গে সিবিআই যে তথ্যসূত্র হাতে পেয়েছে, তা খতিয়ে দেখতেই সিবিআই নির্যাতিতার বাড়ি গিয়েছিল বলে জানা যাচ্ছে।

 

উল্লেখ্য, সিবিআই তদন্তভার হাতে নেওয়ার কেন্দ্রীয় সংস্থাকে নির্যাতিতার বাবা একটি চিঠি লেখেন। সূত্রের খবর, সেই চিঠিতে নির্যাতিতার বাবা একাধিক বিষয় উল্লেখ করেছিলেন। পাশাপাশি তিনি জানিয়েছিলেন, কী কারণে তাঁর উদ্বেগ হচ্ছে। সুপ্রিম কোর্টে শুনানির সময় সিবিআই সেই চিঠি পেশ করে। পাশাপাশি সিবিআই স্টেটাস রিপোর্ট দেয়। স্টেটাস রিপোর্ট পড়ে ও নির্যাতিতার বাবার চিঠি পড়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড় শিহরিত হয়ে ওঠেন। তিনি পরিষ্কার বলেন, নির্যাতিতার বাবার উদ্বেগ অমূলক নয়। পাশাপাশি সিবিআইকে বলেন, নির্যাতিতার বাবার চিঠিতে অনেক লিড রয়েছে। সেগুলো যেন গুরুত্ব সহকারে দেখা হয়। সেই চিঠির ভিত্তিতে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। একাধিক জনের বয়ান রেকর্ড করা হয়। তবে চিঠির বিষয়ে নির্যাতিতার বাবার কাছে সিবিআইয়ের বেশ কিছু প্রশ্ন থাকে। সেই বিষয়ে জানতেই নির্যাতিতার বাড়ি সিবিআই এসেছিল বলে জানা গিয়েছে। সিবিআইয়ের আধিকারিকরা দেড় ঘণ্টা বাদে বেড়িয়ে যান।

 

মঙ্গলবারই নির্যাতিতার বাবা মন্তব্য করেন, যেভাবে সকলে এই আন্দোলনে তাঁদের পাশে রয়েছেন, তাঁরা বিচার পাবেন বলেই আশাবাদী। আগামী ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। সেদিন সিবিআই-এর তরফে আদালতে কী পেশ করা হয়, সেটার দেখার। অন্যদিকে, মঙ্গলবার নির্যাতিতার বাবা বলেন, ১৪০ কোটি মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে। শুধু আমার মেয়ের বেঁচে থাকার অধিকার ছিল না। পাশাপাশি তিনি বলেন, “আমরা বুঝতে পারিনি আরজি কর রাক্ষস। আমার মেয়েটাকে গিলে খাবে।”

Latest News

IND vs AUS: ভারতের ব্যাটিংয়ে ধস, অজিদের কোমর ভেঙে দিলেন অধিনায়ক বুমরা

শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট...

IPL: আইপিএলের আগামী তিন আসরের সূচি প্রকাশ্যে

আসন্ন আইপিএলের (IPL) নিলাম অনুষ্ঠিত হয়নি এখনও। আগামী ২৪ ও ২৫ মে সৌদি আরবের...

Gyanvapi case: জ্ঞানবাপি মামলায় সুপ্রিম কোর্টের বড় রায়, মুসলিম পক্ষকে নোটিশ, ১৪ দিনের মধ্যে সিদ্ধান্ত?

শুক্রবার সুপ্রিম কোর্ট জ্ঞানবাপি মসজিদ (Gyanvapi case) পরিচালনা কমিটি এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে...

TMC Leaders: শুদ্ধিকরণের পথে দল! গ্রেফতার তৃণমূলের দুই প্রভাবশালী নেতা

মুখ্যমন্ত্রী নবান্নে বৃহস্পতিবার বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন (TMC Leaders)। এরপরেই তড়িঘড়ি  বারাবনির এসআই-কে...

More like this

TMC Leaders: শুদ্ধিকরণের পথে দল! গ্রেফতার তৃণমূলের দুই প্রভাবশালী নেতা

মুখ্যমন্ত্রী নবান্নে বৃহস্পতিবার বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন (TMC Leaders)। এরপরেই তড়িঘড়ি  বারাবনির এসআই-কে...

Calcutta High Court: আপাতত ভাঙা যাবে না মন্দারমনির হোটল! বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে সাময়িক স্বস্তিতে  মন্দারমনির হোটেল মালিকরা। জেলা শাসকের হোটেল ভাঙার...

Kinjal Nanda: বিজ্ঞাপনী প্রচারে কিঞ্জল নন্দ! আরজি কর কাণ্ডের আগে কোথায় ছিলেন… কটাক্ষ নেটিজেনদের

আরজি কর কাণ্ডে ১০০ দিন কেটে গিয়েছে। (Kinjal Nanda) সুবিচারের দাবিতে জুনিয়র চিকিৎসক থেকে...