আরজি কর (RG Kar)কাণ্ডে সিবিআই শিয়ালদহ আদালতে ইতিমধ্যে তাদের প্রথম চার্জশিট জমা দিয়েছেন। সেখানেই সিবিআই জানিয়েছে, আরজি কর (RG Kar) তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায় রয়েছেন শুধু। সিবিআইয়ের চার্জশিটে কেন একজনের নাম রয়েছে, এই অভিযোগ তুলে CBI দফতর অভিয়ানের (RG Kar) ডাক দিল চিকিৎসক এবং নার্সদের তিনটি সংগঠন। বুধবার অর্থাৎ ষষ্ঠীতে CGO কমপ্লেক্স অভিযানে যাবে ডক্টর্স ফোরাম, মেডিক্যাল সার্ভিস সেন্টার এবং নার্সেস ইউনিটি সংগঠন।
সোমবার শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ করে সিবিআই। সেখানে তরুণী চিকিৎসককে হত্যা ও খুনের ঘটনায় শুধু সঞ্জয় রায়ের নাম রয়েছে। সিবিআইয়ের চার্জশিটে কার্যত হতাশ হয়ে পড়েন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটা বড় অংশ। সিবিআইয়ের তদন্তে তাঁরা হতাশা প্রকাশ করেন। তাঁরা বুধবার করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স অবধি মিছিল করবেন বলে জানিয়েছেন। তাঁরা মনে করছেন, সিবিআইয়ের তদন্ত এখনও অনেকটাই বাকি। কেন তড়িঘড়ি সিবিআই চার্জশিট পেশ করল শিয়ালদহ আদালতে। মূলত সিবিআইয়ের ওপর চাপ রাখতে এই অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
চিকিৎসক ও নার্সদের সংগঠনের তরফে জানানো হয়েছে, “ ৯ অক্টোবর বেলা ৩টেয় করুণাময়ী মোড় থেকে সিজিও কমপ্লেক্স অভিযান করব আমরা। দাবি কী? গতকাল CBI যে অন্তর্বর্তী চার্জশিট পেশ করেছে, তা হতাশাজনক এবং হাস্যকরও বলা যেতে পারে। ৫৫ দিন গবেষণার পর সঞ্জয় রায় নামের একজন ব্যক্তিকেই পেলেন, যিনিই নাকি ধর্ষণ এবং খুন করেছেন। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী এই কাজ একজন করতে পারে না। আমরা মনে করি, এই চার্জশিট পেশের মাধ্যমে সিবিআইয়ের ব্যর্থতা ও অপদার্থতা প্রমাণিত হয়েছে। হয়তো কিছু গোপন করতে চাইছে।“
অন্যদিকে, জুনিয়র চিকিৎসকরা আজকে মহামিছিলের ডাক দিয়েছেন। কিন্তু পুলিশের অনুমতি পাওয়া যায়নি। তারপরেও এই মিছিল হচ্ছে। এই মিছিলে বহু সাধারণ মানুষ যোগ দিয়েছেন। এই মিছিল ঘিরে নতুন করে অস্থিরতা দেখতে পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।