আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর (RG Kar Doctor Death) প্রতিবাদে দেশ ও রাজ্যে জুড়ে চলছে দফায় দফায় প্রতিবাদ আন্দোলন। বিশ্বের একাধিক দেশেও উঠেছে প্রতিবাদের ঝড়…..
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর (RG Kar Doctor Death) প্রতিবাদে দেশ ও রাজ্যে জুড়ে চলছে দফায় দফায় প্রতিবাদ আন্দোলন। বিশ্বের একাধিক দেশেও উঠেছে প্রতিবাদের ঝড় । আদালত থেকে খেলার মাঠ , চিকিৎসক মহল থেকে শহরের রাজপথ প্রতিটি জায়গায় ছড়িয়েছে প্রতিবাদের গর্জন, ‘তিলোত্তমার বিচার চাই’!
এবার তরুণী চিকিৎসকের মৃত্যুর (RG Kar Doctor Death) প্রতিবাদে মঙ্গলবার পথে নামল বরানগর এর অন্তর্গত বিদ্যালয়গুলির প্রাক্তনীরা। এদিন সন্ধ্যায় প্ল্যাকার্ড, মোমবাতি হাতে গোপাল লাল ঠাকুর রোডে ডানলপ থেকে সিঁথির মোড় পর্যন্ত চলে প্রতিবাদ মিছিল । বরানগর রামকৃষ্ণ মিশন, রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাই স্কুল, নরেন্দ্রনাথ বিদ্যামন্দির , বি টি রোড গভর্নমেন্ট স্পনসর্ড সহ প্রতিবাদে পথে পা মেলায় অঞ্চলের একাধিক বিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়ারা সহ অগণিত সাধারণ মানুষ। মিছিলের শুরু দেখা গেলেও শেষ কোথায় তা বলা কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়।
আন্দোলনকারীদের মধ্যে রাজকুমারী মেমোরিয়াল স্কুলের প্রাক্তনী সহেলী কর বলেন আরজি কর কাণ্ড দীর্ঘ ১১ দিন হয়ে গেল এখনো পর্যন্ত দোষীরা শাস্তি পেল না। একজনকে গ্রেফতার করে তাহলে কি দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে? দোষীদের অবিলম্বের শাস্তি দিতে হবে নইলে আন্দোলন আরও জোরদার করা হবে।
অপর আন্দোলনকারী সুলেখা বলেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বরানগরের রাজপথে নামা। একজন চিকিৎসক যেখানে তার কর্মস্থলে নিরাপদ নয়। সেখানে একজন সাধারণ নারী হয়ে নিরাপত্তা কোথায় আমাদের?
মিছিলের শেষে আন্দোলনকারীরা সিঁথির মোড় বিটি রোডের উপর অবস্থান করে। দীর্ঘ সময় স্তব্ধ হয়ে যায় বরানগর গোপাল লাল ঠাকুর রোড ও বিটি রোডের যান চলাচল।
আরজি কর কাণ্ডে তদন্তের ভার কলকাতা পুলিশ থেকে সরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। জল গড়িয়েছে সুপ্রিমকোর্ট পর্যন্ত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূর বলেন, ” আমরা আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছি”। চিকিৎসকরা আবার যাতে কাজে ফিরতে পারেন তাই এই সিদ্ধান্ত। কলকাতা পুলিশ সহ প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি।
ময়নাতদন্তের রিপোর্টে নির্যাতিতার দেহে মিলেছে একাধিক ক্ষত। যা অনেকটাই স্পষ্ট , ধর্ষণ ও খুন করা হয়েছে তরুণী চিকিৎসকে। ঘটনাকে কেন্দ্র করে শিহরিত গোটা দেশ থেকে রাজ্য। প্রতিবাদীদের এখন একটাই দাবি অপরাধীদের চিহ্নিত করে দিতে হবে কঠোর শাস্তি। যতদিন না বিচার হচ্ছে ততদিন পর্যন্ত প্রতিবাদ চলবে এমনটা হুঁশিয়ারি আন্দোলনকারীদের।