আরজি কর কাণ্ডে (RG Kar Doctor Death)এবার নারকো টেস্টের চিন্তা ভাবনা করছে সিবিআই। সঞ্জয় রায়ের নারকো টেস্টের আবেদন করে শিয়ালদহ আদালতের দ্বারস্থ সিবিআই। শুক্রবার এই সিবিআইয়ের এই আবেদনের ভিত্তিতে তদন্ত (RG Doctors Death) শুরু হবে বলে জানা গিয়েছে। এর আগে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হয়। পলিগ্রাফ টেস্টের ফলাফলে ধোঁয়াশা রয়েছে। তারপরেই সিবিআই (RG Kar Doctor death) সঞ্জয় রায়ের নারকো টেস্টের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, সঞ্জয় রায়ের লালারসের নুমনা নতুন করে সংগ্রহ করে দিল্লি পাঠিয়েছে সিবিআই।
আরজি কর কাণ্ডে (RG Kar Doctor death) মৃতা তরুণীর শরীরে একাধিক আঘাতে দাগ রয়েছে। চোয়ালে একটি জায়গায় কালশিটে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, ওটা বাইট মার্ক। সিবিআই তদন্ত করে জানতে চাইছে সেই কামড়ের দাগ সঞ্জয় রায়ের কিনা। এর আগে সিএফএসএল বিশেষজ্ঞদের দাবি ছিল, সেই কামড়ের দাগ (RG Kar Doctor Death) অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের। বুধবার সিবিআইয়ের আধিকারিকরা প্রেসিডেন্সি জেলে পৌঁছান। জানা গিয়েছে, তদন্তকারী আধিকারিকরা সেখান থেকে সঞ্জয় রায়ের লালারস সংগ্রহ করেছে। নিহত তরুণীর ডানদিকের চোয়ালে কালো রঙের কালশিটে ছিল। সেটা বাইট মার্ক বলে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন। কিন্তু এই দাগ কার তৈরি করা, সেই বিষয়ে সিবিআই তদন্ত করতে শুরু করেছে। সিএফএসএল এই দাগ ধৃত সঞ্জয় রায়ের তৈরি করা হলে দাবি করেছিল।
সিএফএসএল এর রিপোর্টে (RG Kar Doctor Death) সিবিআই যে সন্তুষ্ট নয়, তা সুপ্রিম কোর্টে আগেই জানিয়েছিল। দিল্লিতে সেই নমুনা পাঠানো হবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এইএমসে যে ডিএনএ নমুনা পাঠানো হয়েছিল তাতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়র ছাড়া দ্বিতীয় ব্যক্তির অস্তিত্বের কথা জানা যায়নি।
অন্যদিকে, তরুণী চিকিৎসক খুনের বিচার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা চেয়ে ধরনায় নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকরা চারদিন স্বাস্থ্য ভবনের সামনে ধরনা করছেন। তাঁদের সঙ্গে যোগ হয়েছেন অসংখ্য সাধারণ মানুষ। বৃহস্পতিবার অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের একটি বৈঠকের সম্ভাবনা দেখা দেয়। কিন্তু জুনিয়র চিকিৎসকরা লাইভ স্ট্রিমিংয়ের দাবি করে। প্রশাসন সেই দাবি অস্বীকার করায় বৈঠক ভেস্তে যায়। অন্যদিকে, জুনিয়র চিকিৎসকরা হস্তক্ষেপ চেয়ে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে ইমেল করেছেন বলে জানা গিয়েছে।