- আরজি কর কাণ্ডে আরও বিস্ফোরক শুভেন্দু অধিকারী (RG Kar Doctor death)। তিনি বলেন, CBI হেফাজতে এই তিন জনকে নেওয়া হোক। কী বললেন শুভেন্দু অধিকারি। তিনি বলেন, “কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্ত, ডিসি সেট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং বর্বর সিপি বিনীত গোয়েল এই তিন তিনজনের হেফাজতের দাবি করছি।” আরজি কর কাণ্ডে বার বার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সেই অভিযোগকে জোরাল করে শুভেন্দু অধিকারীর (RG Kar Doctor death) এই মন্তব্য যে যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে, আরজি কর কাণ্ডে একের পর এক মোড় ঘোরানো তথ্য সামনে এসেছে। আরজি কর কাণ্ডে একমাত্র গ্রেফতার হওয়া সঞ্জয় রায়ের আইনজীবী বলেন, তাঁর মক্কেলকে ফাঁসানো হয়েছে। মৃতার দেহের পাশে তাঁক মক্কেলের হেডফোন পরিকল্পনা করে রাখা হয়েছে। এছাড়াও আরজি করের অপসারিত প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ জোড়াল হয়েছে। সন্দীপ ঘোষের বেলেঘাটায় তিন তলা বাড়ির ঠিল ছোঁড়া দুরত্বে জোড়া ফ্ল্যাটের সন্ধান পাওয়া গিয়েছে। এই দুটো ফ্ল্যাট সন্দীপ ঘোষের নামেই রয়েছে। গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাটটিতে সন্দীপ ঘোষ অফিস হিসেবে ব্যবহার করতেন। ওপরের ফ্ল্যাটে মাঝে মাঝে আসতেন বলে জানা গিয়েছে। এছাড়াও গ্যারেজে একটি SUV গাড়ি পাওয়া গিয়েছে। ওই আবাসনের কেয়ারটেকার বলেন, এই গাড়িটি তিন চার মাস আগে কেনা হয়েছে। তারপর থেকে এই গ্যারেজেই রয়েছে। গাড়িটিতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্যাজ লাগানো রয়েছে বলে জানা গিয়েছে। সেই ফ্ল্যাটে ইডি তল্লাশি চালাতে পারে বলে জানা গিয়েছে।
পাশাপাশি সন্দীপ ঘোষের ওপর চাপ বাড়িয়ে শোকজ শোকজ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। সন্দীপ ঘোষের বিরুদ্ধে খুনের প্রমাণ লোপাট, একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তিন দিনের সময় দেওয়া হয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে। সেই তিন দিনের মধ্যে সন্তোষজনক ব্যাখা দিতে না পারলে সন্দীপ ঘোষের ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।