আদালত থেকে বেরিয়ে প্রিজনভ্যানে ওঠার সময় মুখ খুলেছিলেন আরজি কর কাণ্ডের প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় (RG Kar)। সোমবার প্রিজনভ্যানে ওঠার সময় প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম তোলেন (RG Kar)। মঙ্গলবার সঞ্জয় রায়কে (RG Kar) নজিরবিহীন ঘেরাটোপে তোলা হয়। প্রাথমিকভাবে বোঝাই যায়নি, কোন গাড়িতে সঞ্জয়কে (RG Kar) নিয়ে আসা হয়েছে। পরে জানা যায়, কালো কাঁচে ঢাকা গাড়িতে তাঁকে নিয়ে আসা হয়েছে। এমনকী রাস্তায় গ্রিন করিডর করে নিয়ে আসা হয়েছে সঞ্জয়কে (RG Kar)। কিন্তু মুখ খোলার পর কেন এত ঘেরাটোপে নিয়ে আসা হল সঞ্জয়কে (RG Kar)সেই নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে, সঞ্জয় রায় যাতে সাংবাদিকদের মুখোমুখি হতে না পারেন, সেই কারণেই কি ঘোরাটপে নিয়ে আসা হয়েছিল তাঁকে?
বলা যেতে পারে, সাংবাদিকদের চোখ ফাঁকি দিয়ে সঞ্জয়কে আদালতে তোলা হয়। একটা কনভয় আসে। সেই কনভয়ে যেমন কালো কাঁচে ঢাকা গাড়ি ছিল। তেমনি ছিল প্রিজন ভ্যান। কালো কাঁচ দেওয়া গাড়িকে ঘিরে রাখা ছিল দুটো গাড়ি। কালো কাঁচ দিয়ে ঘেরা গাড়িতেই নিয়ে আসা হয় সঞ্জয়কে। সংবাদমাধ্যম থেকে সাধারণ মানুষ কেউ বুঝতে পারেনি, সঞ্জয় রায়কে কোন গাড়িতে আনা হয়েছে। সাথে সাথে প্রশ্ন উঠছে কেন এত ঘেরাটোপে আনা হল?
সোমবার প্রিজনভ্যানে তোলার সময় সঞ্জয় রায় চিৎকার করতে থাকেন। তিনি বলেন, আমি নাম বলে দিচ্ছি বিনীত গোয়েল ডিসি স্পেশাল, ওনারা সাজিশ করে আমায় ফাঁসিয়েছে। প্রিজন ভ্যানের জানলা থেকে সঞ্জয় রায় বলেন, ‘আমি কিন্তু রেপ আর মার্ডার করিনি। আমায় নীচে নামিয়ে দিল। আমার কথা শুনছে না। পুরো সরকার আমায় ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম। আমায় সব জায়গায় ভয় দেখাচ্ছে তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। এমনকী ডিপার্টমেন্ট আমায় ভয় দেখিয়েছে…আমি পুরোপুরি নির্দোষ। আমায় ফাঁসানো হয়েছে।’ এর আগেও তিনি বার বার বলেছিলে, তিনি নির্দোষ। তবে সোমবারের চিৎকার করে তিনি যে অভিযোগ জানিয়েছিলেন, তাতে একাধিক প্রশ্ন উঠেছে।