দুর্গা পুজোর মণ্ডপে এবার শোনা যেতে পারে আরজি করের (RG Kar) নির্যাতিতার মায়ের করুণ আর্তি। নির্যাতিতার মা (RG Kar) আবেদন করেন, এবার যেন অসুর নিধন করে যান মা। সেই প্রার্থনা সকলকে করার অনুরোধ করেছেন। পুজো কমিটি চাইলে নির্যাতিতার(RG Kar) মায়ের অডিও বার্তা মণ্ডপে মণ্ডপে শোনা যেতে পারে।
এক অডিও বার্তায় আরজি করের (RG Kar) নির্যাতিতার মা বলেন, “আমি তিলোত্তমার মা বলছি। আমার মেয়ে কি সত্যিই চলে গিয়েছে? না। যাঁরা আন্দোলনকারী, যাঁরা আমার মেয়ের জন্য লড়ছেন, আমার মেয়েকে নিজের মেয়ে মনে করেছেন, তাঁদের মধ্যেই আমার মেয়ে বেঁচে রয়েছে। তবে আমার অনেক আশা ছিল। পুজো নিয়ে মেয়ে অনেক পরিকল্পনা করেছিল এবার। সবার সঙ্গে আনন্দ করবে। নিজের হাতে সব কাজ করবে। কিন্তু, পুজোর আগেই আমার দুর্গার বিসর্জন হয়ে গিয়েছে। তবে তার জন্য আমি যাতে সুবিচার পাই, সেজন্য আপনারা রাস্তায় নেমেছেন।”
নির্যাতিতার (RG Kar)মা বলেন, “জুনিয়র চিকিৎসকরা তো আন্দোলন করার জন্য ডাক্তার হয়নি। পরিস্থিতি তাঁদের রাস্তায় নামতে বাধ্য করেছেন।” তিনি বলেন, পুজোর সময় যাঁরা ঠাকুরের কাছে দাঁড়াবেন, তাঁরা নিজেদের মেয়ে, আমার মেয়ে যাতে সুবিচার পায়, তার জন্য দয়া করে প্রার্থনা করবেন। আর এই পৃথিবীতে যে অসুর রয়েছে, সেই অসুর নিধন যেন মা করে যান। তার জন্য প্রার্থনা করতে সকলকে অনুরোধ করব।
এই অডিও বার্তা চিকিৎসকরা পুজো মণ্ডপে বাজানোর জন্য অনুরোধ করেছেন। এই অডিও বার্তাটি পুজো মণ্ডপে তুলে দেবেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। যে পুজো কমিটিগুলো রাজি হবে, তাদের হাতে এই অডিও বার্তা তুলে দেওয়া হবে বলে জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়েছে। এবার পুজোয় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ধরনায় বসবেন আরজি করের নির্যাতিতার বাবা-মা। একটি মঞ্চ তৈরি করা হয়েছে। নির্যাতিতার বাবা-মা বলেন, আমরা কাউকে আমন্ত্রণ জানায়নি। যাদের আসতে চাইবেন, তাঁরা অবশ্যই আসতে পারবেন।