গত দেড় মাস ধরে আরজি কর (RG Kar) কাণ্ড নিয়ে রাজ্য উত্তাল হয়ে উঠেছে। তার সঙ্গে সঙ্গে থ্রেট কালচার (RG Kar) নিয়ে বার বার অভিযোগ উঠছিল। জুনিয়র চিকিৎসকরা বার বার থ্রেট কালচারের অভিযোগ করছিলেন। সেখানে বেশ কয়েকটা নামের সঙ্গে (RG Kar) অভিক দে-র নাম বার বার উঠে এসেছিল। নর্থবেঙ্গল লবি থেকে দক্ষিণবঙ্গের একাধিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar)থ্রেট কালচারের অভিযোগে নাম উঠে এসেছে অভিক দের। গত দু’বছরে যিনি নাকি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অলিখিত ‘ক্ষমতা’ হয়ে ওঠেন অভিক দে বলে অভিযোগ।
৯ আগস্টের পর থেকে কার্যত অজ্ঞাতবাসে চলে গিয়েছিলেন অভিক দে (RG Kar)। সিজিও কমপ্লেক্সে ইতিমধ্যে দুবার সিবিআই তাঁকে (RG Kar) ডেকে পাঠান। কিন্তু সেখানেও তিনি সাংবাদিকদের এড়িয়ে যান। দুই দিনই অভিক দে কে মাঝরাত পর্যন্ত সিবিআই জিজ্ঞাসাবাদ করেন। এই প্রসঙ্গে অভিক দে কে জিজ্ঞাসা করা হয়। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে শুরু করে কলেজের থ্রেট কালচার- সবই ‘হাস্যকর’ বলেই উড়িয়ে দিলেন। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তিনি সেদিন ক্রাইম সিনে কী করছিলেন? আরজি কর মেডিক্যাল কলেজে ঘটনার দিন কখন গিয়েছিলেন?
অভীক দে বললেন, “অনেক কথা আমাকে নিয়ে শুনেছি। আমি নাকি ৮ অগস্ট রাত থেকে আরজি করে ছিলাম। গত ৯ অগস্ট সকাল থেকে নাকি আরজি করে ছিলাম।আমার টাওয়ার লোকেশন দেখলেই সবটা স্পষ্ট হয়ে যাবে।” তিনি বলেন, তাঁর যা বলার সিবিআইকে বলেছে। বিষয়টি বিচরাধীন। তাই এই বিষয়ে তিনি বিস্তারিত কোনও কথা তিনি বলতে পারবেন না।
অন্যদিকে, স্বাস্থ্য দফতরের তরফেও এসএসকেএমের কাছে অভিক দের সম্পর্কে রিপোর্ট চেয়েছিলেন। সেই রিপোর্টে এসএসকেএমের তরফে জানানো হয়, ৮ আগস্ট থেকে হাসপাতালে আসছেন না অভিক দে। এমনকী এই বিষয়ে বিভাগীয় প্রধানের কাছ থেকে কোনও অনুমতি অভিক দে নেননি।