জুনিয়র চিকিৎসকরা (RG Kar Protest)সোমবার রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন। কোনও রাজনৈতিক পতাকা ছাড়াই জুনিয়র চিকিৎসকরা (RG Kar Protest) সাধারণ মানুষকে এই অভিযানে অংশগ্রহণের কথা বলেন। তবে যত সময় বাড়ছে, মিছিলের দৈর্ঘ্য (RG Kar Protest) তত বাড়তে শুরু করেছে। দলে দলে সাধারণ মানুষ রাজভবন অভিযানে (RG Kar Protest) অংশগ্রহণ করেছেন। সিবিআই যাতে সঠিক তদন্ত করে, সেই দাবি নিয়েই এদিন রাজভবন অভিযানের (RG Kar Protest) ডাক দেওয়া হয়েছে।
জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে সামিল হয়েছেন অসংখ্য সাধারণ মানুষ। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই অভিযানে অংশগ্রহণ করেছেন। অভিযানের সমস্ত রাস্তাকে নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয়েছে। অভিযানের শুরুতে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন। টালিগঞ্জের একটা অংশকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। এদিন মিছিলের শুরুতে এক বৃদ্ধাকে হুইলচেয়ার নিয়ে অভিযানে অংশগ্রহণ করতে দেখা যায়। হাতে ব্যানার নিয়ে স্লোগান তুলে হুইল চেয়ারে অভিযানে অংশ নেন বৃদ্ধা। সিনিয়র চিকিৎসকদের একটা অংশ ১২ ঘণ্টার প্রতীকী অনশন করছেন। একটা অংশ মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে গিয়েছেন। অন্য একটি অংশ জুনিয়র চিকিৎসকদের রাজভবন অভিযানে অংশগ্রহণ করেছেন।
অন্যদিকে, অনশনকারী জুনিয়র চিকিৎসক তনয়া পাঁজার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, তনয়ার রক্তচাপ কমে হয়েছে ৭০/৯৮। এদিকে তাঁর নাড়ির গতি ৭৮। এছাড়া তাঁর ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ বা সিবিজি ছিল ৬৩। উল্লেখ্য, চিকিৎসকরা জানিয়েছেন, সিবিজি ৬০-এর নীচে নেমে গেলে তা উদ্বেগের কারণ হতে পারে। কিডোন বডির মাত্রা ৩+ > সেই ক্ষেত্রে কিডনি খারাপ হয়ে যেতে পারে। উল্লেখ্য, তনয়া মেডিক্যাল কলেজের ইএনটি (নাক, কান, গলা সংক্রান্ত) বিভাগের সিনিয়র রেসিডেন্ট। তনয়ার শারীরিক হাল হকিকত নিয়ে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার জানান, অনশনকারী চিকিৎসকের মাথা ঘুরছে। আপাতত অবস্থানমঞ্চেই মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে আছেন তিনি।
পুলস্তের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে উদ্বেগ এখনও কাটেনি। একের পর এক অনশনকারী জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নতুন করে এক জুনিয়র চিকিৎসক অনশনে বসেছেন।