আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনা ২১ দিন পেরিয়ে গেলেও শাস্তি মেলেনি অভিযুক্তের। রবিবার বিকেলে তারই প্রতিবাদে (RG Kar Protest) কলেজ স্কোয়ার থেকে ‘আমরা তিলোত্তমা’ মিছিল ধর্মতলা পৌঁছানোর পর আয়োজকরা ঘোষণা করে ভোর চারটে পর্যন্ত চলবে অবস্থান। রাত দখলের কর্মসূচীতে স্বস্তিকা মুখোপাধ্যায়,সোহিনি সরকার,ঊষসী চক্রবর্তী এবং বিদিপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত সহ একাধিক তারকার উপস্থিতি লক্ষ্য করা যায় আজকের ধর্নায়। সন্ধ্যায় ধর্মতলার রানীরাসমণি অ্যাভিনিউতে ধর্না চলাকালীন হঠাৎই ঢুকে পড়ে এক মত্ত যুবক। যার জেরে সভাস্থল জুড়ে পরে যায় হুলুস্থুল কাণ্ড। চাঞ্চল্যকর ঘটনা প্রতিবাদের মনে ফের উস্কে দেয় ১৪ আগস্ট আর জি কর মেডিকেল কলেজের (RG Kar Protest) ভাঙচুরের ঘটনা। তড়িঘড়ি যুবককে আটক করে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ। পরে সাদা পুলিশ ভ্যানে থানায় নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে।
এক প্রতিবাদীর অভিযোগ বেশ কয়েকবার ধর্নাস্থলে এসে মহিলাদের কটূক্তি করছিল অভিযুক্ত মদ্যপ যুবক। একাধিকবার চলে যেতে বলা হলেও তা কর্ণপাত করেনি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশে তৎপরতায় প্রথমে একটি পুলিশ কিয়স্কে বসান হলে পরে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। তবে আন্দোলনকারীরা তার গায় কোন হাত দেয়নি। আইনি পথে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে অভিযুক্তকে।
অভিযুক্তের পরিচয় সহ কি উদ্দেশ্যে নাগরিক ধর্না মঞ্চে পৌঁছিয়ে গেছিল যুবক তা হেয়ার স্ট্রিট থানার পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। তবে ১৪ আগস্ট রাতে আর জি কর ভাঙচুর মতো ঘটনা আজকের নাগরিক মঞ্চে ঘটানোর পরিকল্পনা ছিল নাকি যুবকের তা নিয়ে আন্দোলনকারীদের মনে উঠেছে একাধিক প্রশ্ন।