আরজি কর (RG Kar Protest) কাণ্ডের তিন মাস চলে গিয়েছে প্রায়। মাঝে দুর্গা পুজো, কালী পুজো চলে গেছে। কিন্তু এই পরিস্থিতিতে আন্দোলনের (RG Kar Protest) ঝাঁঝ এতটুকু কমেনি। আরজি করে (RG Kar Protest) ঘটনার প্রতিবাদ করে প্রতিদিন কোথাও না কোথাও কর্মসূচি থাকছে। সোমবারও শহর কলকাতায় একাধিক কর্মসূচি ছিল। সেই কর্মসূচি (RG Kar Protest) থেকে ফেরার সময় হামলার মুখে পড়তে হয় কয়েকজন আন্দোলনকারীকে। অভিযোগ গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। ইতিমধ্যে আন্দোলনকারীরা (RG Kar Protest) শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন।
সোমবার রাত ১২টা নাগাদ এক্সাইড মোরের কাছে ঘটনাটি ঘটে। দ্রোহের আলো কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন অভিযোগকারিনীরা। সোমবার রাতে তাঁরা রাসবিহারী থেকে এক্সাইডের দিকে গাড়ি করে ফিরছিলেন। আন্দোলনকারীরা অভিযোগ করেন, ভাসান দিতে যাচ্ছিলেন এমন কয়েকজন তাঁদের রাসবিহারী থেকে ফলো করতে শুরু করেন। আন্দোলনকারীদের গাড়ির পিছন পিছন যেতে শুরু করেন। অভিযুক্তরা এক্সাইড মোড়ে গিয়ে তাঁদের আটকায় বলে আন্দোলকারী জানান।
আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, তাঁদের দুটো গাড়ি ছিল। একটি গাড়ি ভাঙচুর করা হয়। এমনকী তাঁদের মারধরও করা হয়। তাঁরা জানিয়েছেন, আন্দোলনে তাঁর যোগ দিয়েছিলেন। সেই কারণেই তাঁদের নিশানা করা হয়েছে। এক আন্দোলনকারী বলেন, “আমাদের টার্গেট করে আটকানো হয়। প্রথমে গাড়ি খোলার চেষ্টা করা হয়। ভিতরে তিনজন মহিলা ছিলেন। গাড়ির দরজা লক থাকায় খুলতে না পেরে কাচ ভাঙা হয়। মহিলা-পুরুষ নির্বিশেষ গায়ে হাত তোলা হয়।”
আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, গাড়ি ফলো করার সময় থেকে তাঁদের বার বার হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, যখন তাঁদের গাড়ি থেকে নামতে বাধ্য করা হয়, তাঁরা জিজ্ঞাসা করেছিলেন, কী কারণে তাঁদের ওপর হামলা করা হচ্ছে, সেই সময় আন্দোলনকারীদের মারধর করা হয়। আন্দোলনকারীরা প্রথমে ময়দান থানায় ও পরে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন। আন্দোলনে যোগ দেওয়ার জন্য খাস কলকাতায় হামলার মুখে পড়তে হল আন্দোলনকারীদের। স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।