আজ ফের কলকাতায় ‘অভয়া’ ক্লিনিক(Rg Kar protest)। গত রবিবারের মতো আজও কলকাতা ও তৎসংলগ্ন এলাকার ২৯টি জায়গায় রোগী দেখবেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি বসবে ‘জনতার মতামত, রাজপথে আদালত’। কোথায় কোথায় হবে ক্যাম্প?
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে জানানো হয়েছে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা রোগী দেখবেন তিনটি ক্যাম্পে-কুমারটুলি, ঘোষ বাগান এবং ডানলপে। এছাড়াও বি বি গাঙ্গুলি স্ট্রিট, কলেজ স্ট্রিট, কসবার হিন্দল ক্লাব, মৌলালি মোড়, এসপ্ল্যানেড, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজের ২ নম্বর গেটে, যাদবপুর এইট বি, টালিগঞ্জ গল্ফ ক্লাবের উলটোদিকে বসবে অস্থায়ী ক্যাম্প। শিয়ালদহ মেট্রো স্টেশনের কাছে ডেন্টাল ক্লিনিকও বসবে। তবে এবারের ‘অভয়া’ ক্লিনিক শুধু শহরের মধ্যে আবদ্ধ নয়।
রোগী দেখা হবে হাবরা স্টুন্ডেন্টস ক্লাব, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর, রায়গঞ্জের হাসপাতাল মোড়, শিলিগুড়ির কাওয়াখালি মোড়, বারাসত মেডিক্যাল কলেজের গেট, দক্ষিণ বারাসতের লেবুতলা, মগরাহাট, বারুইপুর, ভোজেরহাট, কোন্নগর, তমলুক, পাঁচলা, সুভাষগ্রাম, কামারহাটি, জোকার ডায়মন্ড পার্ক, মেদিনীপুর কলেজ মাঠ, বর্ধমান এবং বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাব কলেজও।
সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে রোগী দেখা। প্রেসকিপশনেও থাকবে প্রতিবাদ। লেখা হবে, ‘আরজি করের বিচার চাই, অপরাধচক্রের বিনাশ চাই’। জুনিয়র চিকিৎসকদের সংগঠনের তরফে বলা হয়েছে, ক্যাম্পে রক্তচাপ মাপা হবে, করা হবে এক্স রে, নিখরচায় ওষুধও দেওয়া হবে।