ফের শাসকদের নিশানায় জুনিয়র চিকিৎসকদের আন্দোলন (RG Kar)। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান (RG Kar) শুনলেই শাসক দল রেগে যাচ্ছে। এবার জুনিয়র চিকিৎসকদের (RG Kar) তীব্র ভাষায় আক্রমণ করলেন পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা নেতা দেবু টুডু। তিনি বলেন, লাল মুখোশধারীরাই স্লোগান (RG Kar) দিচ্ছে। এই মন্তব্যের জেরেই রাজনৈতিক চাপান উতোর তৈরি হয়েছে। তিনি বলেন, “ইংরেজ চলে গেছে। এখন লালমুখো বাচ্চাগুলো বলছে উই ওয়ান্ট জাস্টিস।” মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন জুনিয়র চিকিৎসকরা।
কালনার সিঙ্গেরকোন এলাকায় দলীয় একটি বিজয় সম্মেলনীতে যোগ দিয়েছিলেন পূর্ব বর্ধমানের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু। তিনি বলেন, “লাল মুখোশধারীরা চিন-রাশিয়া থেকে এসেছিল। এখন লাল বাচ্চাগুলো বলছে উই ওয়ান্ট জাস্টিস। ইংরেজ চলে গিয়েছে, মাও সে তুং চলে গিয়েছে, কার্ল মার্ক্স চলে গিয়েছে। এখন ইংরেজের বাচ্চাগুলো বলছে উই ওয়ান্ট জাস্টিস।” তাঁর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন জুনিয়র চিকিৎসক ঊর্মিমালা ভট্টাচার্য। তিনি বলেন, উনি বোধহয় এখনও ইংরেজ আমলে পড়ে আছেন। ইংরেজ চলে যাক। দিন পাল্টাক। মানুষ বিচার না পেলে বিচারের দাবিতে স্লোগান তুলবেনই।
জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। তীব্র ভাষায় কটাক্ষ করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, ওই তৃণমূল নেতার সবার প্রথম প্রশ্ন তো মুখ্যমন্ত্রীকে করা উচিত। সুজন চক্রবর্তী বলেন, “কেন মমতা উই ওয়ান্ট জাস্টিস বলে কলকাতায় মিছিল করেছিলেন সেই প্রশ্ন আগে করুন।”
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের একটা সম্ভাবনা দেখতে পাওয়া গেছে। তবে এই বিষয়ে মুখ্যসচিবের তরফে একটি ইমেল পাঠানো হয়েছে। সেখানে একাধিক শর্ত উল্লেখ করা হয়েছে। আগে প্রত্যাহার করতে হবে অনশন। শর্ত চাপিয়ে জুনিয়র চিকিৎসকদের বৈঠকে ডেকে ইমেল পাঠালেন মুখ্যসচিব মনোজ পন্থ। শনিবার জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে যান মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানে তাঁর ফোন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকরা বৈঠক করেন। অনশন মঞ্চ থেকে ফিরে গিয়ে ইমেল পাঠান মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানে শর্ত চাপান, অনশন তোলার পরেই তাঁরা বৈঠকে আসতে পারেন। যদিও জুনিয়র চিকিৎসকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দাবি পূরণ হওয়ার পরেই অনশন তোলা হবে।