আরজি কর (RG Kar) কাণ্ডের বিচার এখনও অধরা। সোমবার থেকে শুরু হচ্ছে আরজি কর (RG Kar) খুন ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়া। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হবে সাক্ষ্যগ্রহণ (RG Kar)। জানা গিয়েছে, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৫১ জনের (RG Kar) সাক্ষ্য গ্রহণ হবে। সেই সাক্ষীদের তালিকা ইতিমধ্যে সঞ্জয় রায়ের আইনজীবীর হাতে তুলে দেওয়া হয়েছে।
সোমবার থেকে আরজি কর কাণ্ডে বিচার প্রক্রিয়া শুরু হবে। সোমবার থেকেই সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হবে। সাক্ষীদের তালিকায় প্রথমেই রয়েছে আরজি করের নির্যাতিতার বাবা-মায়ের নাম। অন্যদিকে, আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাটের অন্যতম প্রধান দুই অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানা গিয়েছে। আগামী সপ্তাহের শুরুতেই এই দুই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার সময় সিবিআই নতুন ধারা যোগ করতে পারে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, সিবিআই বার বার আরজি কর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ জানিয়েছে। কিন্তু সেই প্রেক্ষিতে সিবিআই এখনও সেভাবে কাউকে নতুন করে গ্রেফতার করতে পারেনি। যদিও সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, তাদের তদন্ত শেষ হয়নি এখনও। অন্যদিকে, আদালত থেকে প্রিজনভ্যানে তোলার সময় সিবিআই বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি কিন্তু রেপ আর মার্ডার করিনি। আমায় নীচে নামিয়ে দিল। আমার কথা শুনছে না। পুরো সরকার আমায় ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম। আমায় সব জায়গায় ভয় দেখাচ্ছে তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। এমনকী ডিপার্টমেন্ট আমায় ভয় দেখিয়েছে…আমি পুরোপুরি নির্দোষ। আমায় ফাঁসানো হয়েছে।’
অন্যদিকে, আরজি কর কাণ্ডের শুনানি সুপ্রিম কোর্টেও হচ্ছে। সেখানে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের ভূমিকা। সিভিক ভলেন্টিয়ার নিয়ে একাধিক প্রশ্ন সুপ্রিম কোর্টের তরফে করা হয়েছে। রাজ্যকে হলফ নামা পেশ করতে বলা হয়েছে। অন্যদিকে, আরজি কর কাণ্ডে সিবিআই-এর পরবর্তী স্টেটাস রিপোর্ট চার সপ্তাহ পর দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।