RG Kar: সিবিআই মিথ্যা কথা বলছে! এবার ফুঁসে উঠলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা

এবার ফুঁসে উঠলেন আরজি করের (RG Kar) নির্যাতিতার বাবা-মা। এবার সরাসরি সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগের তীর। আরজি করের (RG Kar)  নির্যাতিতার বাবা-মা বলেন, মিথ্যা কথা বলছে সিবিআই।  মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর (RG Kar)  মামলার শুনানি তিনমাস পিছিয়ে যাওয়ার পর তিলোত্তমার বাবা-মা বলছেন, তাঁরা হতাশ হয়েছেন। তবে সংবাদমাধ্যমে নির্যাতিতার (RG Kar)  বাবা-মা সাফ জানিয়ে দিয়েছেন, তাঁরা কোনওভাবে লড়াই থামাবেন না।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। সেই মামলার পরবর্তী শুনানি হবে ২০২৫ সালের ১৭ মার্চ।  মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানি তিন মাস পিছিয়ে দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন আরজি করে নির্যাতিতার বাবা-মা। পাশাপাশি হতাশা প্রকাশ করেছেন আরজি কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামা নাগরিক সমাজের একাংশ। আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “হতাশ কিছুটা হয়েছি। তবে আশা হারাইনি। আশা হারালে তো মেয়ের বিচারই পাব না। লড়াই চালিয়ে যাব। আমরা এখন মিনিট, সেকেন্ড করে দিন গুনি। মেয়েকে কেন মারা হয়েছে, আজও জানতে পারলাম না। এটা না জেনে বেঁচে থাকার কোনও মানে হয় না।”

মঙ্গলবার নির্যাতিতার বাবা সিবিআইয়ের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি বলেন, “আদালতে দাঁড়িয়ে যে এত সহজে মিথ্যা কথা বলা যায়, সেটা দেখে অবাক হয়ে যাচ্ছি। সিবিআই আদালতে বলছে, আমরা সবসময় বাবা-মার সঙ্গে যোগাযোগ রাখছি। কিন্তু, আমরা তো কিছুই জানতে পারছি না। সিবিআই বলেছিল, আপনাদের জানিয়েই চার্জশিট জমা দেব। কিন্তু, কিছু না জানিয়েই সিবিআই শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দিয়েছে। কয়েকদিন ধরে মেসেজ করে যাচ্ছি, কবে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন। কিন্তু, কিছুই জানাচ্ছে না।”

 

৯ আগস্ট আরজি করের চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার হল থেকে নির্যাতিতার দেহ উদ্ধার করা হয়। ঘটনায় কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে। কিন্তু সিবিআই তদন্তভার নেওয়ার পর থেকে নতুন করে কাউকে এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত সন্দেহে গ্রেফতার করতে পারেনি। তবে প্রমাণ লোপাটের অভিযোগে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ও টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে।