ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ হারালেন ৬ জন। তেলেঙ্গানার বাপতলা থেকে হায়দরাবাদ যাচ্ছিল বাসটি। অপ্রদিক থেকে আসা লড়িটির সঙ্গে এমন জোরালো সংঘর্ষ হয় যে দুটি গাড়িতেই আগুন লেগে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ৬ জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
#WATCH | Andhra Pradesh: Six people died after a bus travelling from Chinnaganjam of Bapatla district to Hyderabad collided with a tipper lorry at Varipalem Donka of Chilkaluripet and bus and lorry caught fire. The injured were shifted to Guntur for further treatment:… pic.twitter.com/z3iDQ9jMG2
— ANI (@ANI) May 15, 2024
বাপতলা জেলার চিন্নাগঞ্জম থেকে হায়দরাবাদের দিকে যাওয়া একটি বাস চিলাকালুরিপেটের ভারিপালেম ডোঙ্কায় একটি টিপ্পার লরির সঙ্গে ধাক্কা খায় এবং বাস ও লরি দুটিতেই আগুন ধরে যায়, যার ফলে ছয়জন নিহত হন। চিলাকালুরিপেটা গ্রামীণ পুলিশ জানিয়েছে, আহতদের উন্নত চিকিৎসার জন্য গুন্টুর নিয়ে যাওয়া হয়েছে।
5 individuals burned alive, many injured as a private bus collides with a lorry and catches fire in #Chilakaluripet Mandal, #Palnadu district. The bus was carrying 40 passengers returning to #Hyderabad from #Bapatla district after casting their votes. #BusFire #BusAccident pic.twitter.com/rnycRD4jQt
— Glint Insights Media (@GlintInsights) May 15, 2024
সড়ক দুর্ঘটনায় মৃতেরা বাপতলা জেলার বাসিন্দা। নিহতরা হলেন ৩৫ বছর বয়সী বাস চালক অঞ্জি, ৬৫ বছর বয়সী উপ্পাগুন্দুর কাসি, ৫৫ বছর বয়সী উপ্পাগুন্দুর লক্ষ্মী এবং ৮ বছর বয়সী মুপ্পারাজু খয়াতি শশ্রী। বাকি দুজনের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩২ জন। আহতদের চিলকাল্লুরিপেট শহরের সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গুন্টুর নিয়ে যাওয়া হয়।
সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে বাস ও লরি দুটিতেই আগুন ধরে যায়। দুর্ঘটনার পর বাস ও লরি দুটিতেই আগুন ধরে যায়। দুটি যানই পুড়ে ছাই হয়ে যায়। দুর্ঘটনার পর বাসের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। অনেকে গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গাড়ি দুটি পুরোপুরি দগ্ধ হয়ে গেছে।