নিজস্ব প্রতিনিধি, নদিয়া: ঈদ উপলক্ষ্যে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত একদল শ্রমিক। সাত সকালে এই সড়ক দুর্ঘটনায় আহত হন সকলে৷ আহতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন৷ তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
জানা গিয়েছে, ওই শ্রমিকদের বাড়ি মুর্শিদাবাদের সুতিতে৷ শুক্রবার সকালে বোলেরো গাড়ি ভাড়া করে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থেকে তাঁরা বাড়ি ফিরছিলেন৷ নদিয়ার নাকাশিপাড়া থানার কাছে আসতেই দ্রুত গতিতে আসা একটি পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বোলেরো গাড়িটির৷ মুখোমুখি সংঘর্ষের জেরে দুটি গাড়ি রাস্তার দু-দিকে ছিটকে পড়লে বোলেরো গাড়িটি উলটে যায় রাস্তার ধারে । তখনই গুরুতর জখম হন শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর নাকাসিপাড়া থানার কাছে নিয়ন্ত্রণ হারায় বোলেরো গাড়িটি৷ আর তখনই পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় শ্রমিক বোঝাই গাড়িটির৷ গুরুতর আহত হন এক মহিলা-সহ ৯ জন৷
আহতদের প্রথমে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সাতজনকে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে দু-তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। এই ঘটনার পর বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।