নিজস্ব প্রতিনিধি, বাগদা : উত্তর ২৪ পরগনার বাগদা থানার খদ্দকুলবেরিয়ার বাসিন্দা কল্পনা রায় নামে এক যুবতী বুধবার রাতে হেলেঞ্চা থেকে সাইকেলে বাড়ি ফেরার পথে সাইকেলের ঝুড়ির মধ্যে তার ব্যাগটি রাখা ছিল । পিছন থেকে এক যুবক বাইকে করে দীর্ঘক্ষণ তাকে লক্ষ্য করতে থাকে । হঠাৎ করে সাইকেলের ঝুড়ির মধ্যে থেকে ব্যাগটি ছিনতাই করে পালিয়ে যায় । যুবতী দ্রুত বাগদা থানায় এসে তার অভিযোগ জানায় ।
পুলিশ তৎপরতার সঙ্গে খোঁজাখুঁজি শুরু করতেই ব্যাগের মধ্যে থাকা এটিএম কার্ড থেকে টাকা তোলা শুরু করে ছিনতাইকারী , সেই সূত্র ধরে বাগদা থেকে ছিনতাইকারীকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ । উদ্ধার করে কল্পনা রায়ের খোয়া যাওয়া ২৮ হাজার টাকা । গ্রেফতার করে ছিনতাইকারী গফফার মৃধাকে । ধৃতকে আজ পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহাকুমা আদালতে পাঠাচ্ছে বাগদা থানার পুলিশ ।
কল্পনা রায় পুলিশকে এই কাজের জন্য ধন্যবাদ জানিয়েছে । তার বক্তব্য দ্রুততার সঙ্গে পুলিশ কাজ করার ফলে ব্যাগ উদ্ধার করা সম্ভব হয়েছে । পুলিশের কাছে অনুরোধ জানাবো এই কাজের সঙ্গে যদি আরো কেউ যুক্ত থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ।