খবর এইসময় ডেস্ক-
ভারতে কমিউটার মোটরসাইকেলের বিশাল বাজার রয়েছে। বিশেষ করে ভারতে শহর ও শহরতলির বাজারে কম দাম এবং পাওয়ার ও ফুয়েল ইকোনমির দরুন 125cc মোটরসাইকেলের চাহিদা আকাশছোঁয়া। তবে পেট্রোলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ইলেকট্রিক বাইকের চাহিদা দিনকেদিন বাড়ছে।
তবে এই মুহূর্তে ভারতের সবথেকে বেশি জনপ্রিয় বাইকের ব্র্যান্ডের মধ্যে একটি হলো রয়্যাল এনফিল্ড। এই কোম্পানির বুলেট বাইক সব সময় অত্যন্ত আকর্ষণীয় এবং জনপ্রিয় হয়। এই কোম্পানিটি যথেষ্ট পুরনো কোম্পানি হলেও এখন তার নিত্য নতুন মডেলের সমস্ত বাইক ভারতীয় গ্রাহকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সকলের কাছেই এই কোম্পানির বাইক বেশ আকর্ষণীয় এবং এই সমস্ত বাইকে নানা রকম নিত্য নতুন ফিচার।
রয়্যাল এনফিল্ড এর সমস্ত লেটেস্ট বাইক এর মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হয়েছে যে বাইক সেটা হল ৬৫০ সিসি ক্ষমতা বিশিষ্ট বোবর বাইক। এই ধরনের বাইক কিছুদিন আগেই ডুয়াল টোন আলয় হুইল এর সঙ্গে মার্কেটে নিয়ে আসা হয়েছিল। এই নতুন কনসেপ্টটিকে প্রথমবার জনপ্রিয় করে ধরা হয়েছিল EICMA-তে। সম্প্রতি এই মোটরসাইকেলটি বিদেশে টেস্টিং এর জন্য দেখা গিয়েছে। এই কনসেপ্ট ইতিমধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে সকলের মধ্যে।
এই নতুন কনসেপ্টের নাম দেওয়া হয়েছে শটগান ৬৫০। জানা যাচ্ছে নতুন ধরনের ডিজাইন নিয়ে খুব শীঘ্রই ( সম্ভবত চলতি বছরের জুলাই) এই মোটরবাইক ভারতের বাজারে চলে আসবে। এই নতুন বাইকে আপনারা পেয়ে যাবেন ৬৪৮ সিসি ক্ষমতার প্যারালেল টুইন ইঞ্জিন। এটি ৪৭.৬ পিএস পাওয়ার এবং ৫২ ন্যানোমিটার টর্ক জেনারেট করতে পারে।
এছাড়াও এখানে আপনি পাবেন টিয়ার ড্রপ ডিজাইনের ফুয়েল ট্যাংক, গোল হেডলাইট এবং টেললাইট সেটআপ। রেট্রো ডিজাইনের এই বাইক এই কোম্পানির অরিজিনাল লুকের উপরে নির্ভর করে তৈরি করা হয়েছে। এছাড়াও এই বাইকে আপনাদের জন্য রয়েছে ২ ভাগে ভাগ করা সিট। এছাড়াও আছে ডুয়াল এক্সহউষ্ট সিস্টেম। সম্ভাব্য দাম দিল্লিতে ৩ লাখের মত।