বিরূপাক্ষের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে সাগর দত্ত কলেজ ও হাসপাতাল (Sagar Dutta Hospital)। যদিও থ্রেট কালচারের অন্যতম অভিযুক্ত বিরূপাক্ষ বিশ্বাসকে কোনও কারণ ছাড়াই সাসপেন্ড করেছে স্বাস্থ্য দফতর। রাজ্য মেডিক্যাল কাউন্সিল তাকে বহিষ্কার করেছে। এবার কোনও মেডিক্যাল কলেজ সরাসরি বিরূপাক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে। সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Sagar Dutta Hospital) বিরূপাক্ষের বিরুদ্ধে অভিযোগ শুনতে বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি কারও যদি কোনও অভিযোগ থাকে উপযুক্ত প্রমাণ ও ছবি সহ মেল করতে বলা হয়েছে। এই কারণে সাগর দত্ত মেডিক্যাল (Sagar Dutta Hospital) বিশেষ ইমেল প্রকাশ করেছে।
enquirybp@gmail.com. ইমেলে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Sagar Dutta Hospital) পড়ুয়ারা বিরূপাক্ষের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মেল করতে পারেন। ২০ সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানানো হবে বলে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Sagar Dutta Hospital) তরফে জানানো হয়েছে। প্রয়োজনে নথি ইমেল করা যেতে পারে বলেও এই মেডিক্যাল কলেজের তরফে জানানো হয়েছে। বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সহ রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে থ্রেট কালচারের অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Sagar Dutta Hospital) এই ধরনের সিদ্ধান্ত যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আর্থিক দুর্নীতির কারণে সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করার পরেই নড়েচড়ে বসে স্বাস্থ্য দফতর। থ্রেট কালচারের বিরুদ্ধে একাধিকবার বিরূপাক্ষ বিশ্বাসের নাম উঠে এসেছে। স্বাস্থ্য দফতর তাকে সাসপেন্ড করে। যদিও জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, সাসপেন্ডে কোনও কারণ দেওয়া হয়নি। তার জেরে যে কোনও মুহূর্তে সেই সাসপেনশন উঠে যেতে পারে বলে জুনিয়র চিকিৎসকরা অভিযোগ করেছে। ৯ আগস্ট যেদিন নির্যাতিতার দেহ আরজি করের সেমিনার হলে পাওয়া যায়, সেখানে বিরূপাক্ষ উপস্থিত ছিল।ক্রাইম সিনে একজন বহিরাগত হিসেবে কীভাবে বিরূপাক্ষ বিশ্বাস উপস্থিত থাকতে পারে, সেই বিষয়ে প্রশ্ন উঠেছে।
এর আগে বিরূপাক্ষের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মুখ খুলেছিলেন সাগরদত্তের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান। তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে বহু ছাত্রছাত্রীই অভিযোগ জানাতেন। কে কোন ক্লাস করাবেন, কে করবে, কে হস্টেল পাবে কি পাবে না, সে সব কিছু ঠিক হত বিরূপাক্ষের সিদ্ধান্তেই, এমনটাই অভিযোগ জানিয়েছিলেন অধ্যক্ষ।