Saif Ali Khan Attacked: গভীর রাতে বাড়িতেই সাইফ আলি খানের ওপর ছুরি দিয়ে হামলা, হাসপাতালে ভর্তি অভিনেতা

মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan Attacked)। বুধবার দুপুর ২টার দিকে মুম্বইয়ের বান্দ্রায় তাঁর বাড়িতে ঢুকে পড়ে চোর। এই সময় সইফের সঙ্গে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির হাতাহাতি হয়। এর পরে, ঐ ব্যক্তি একটি ছুরি দিয়ে সইফকে আক্রমণ করে, যাতে সে আহত হয়। রাত ৩.৩০ নাগাদ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে অভিযুক্তদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। সূত্রের খবর, সইফ আলি খানের (Saif Ali Khan Attacked) পরিচারিকারও হাতে আঘাত লেগেছে। পুলিশ সইফ আলি খানের বাড়িতে গিয়ে কর্মীদের জিজ্ঞাসাবাদের পর সেখানে কর্মরত তিনজনকে আটক করে। এখন তাদের তিনজনকে থানায় আনা হবে, যেখানে তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

সূত্রের খবর, সইফের (Saif Ali Khan Attacked) গলায় ১০ সেন্টিমিটার ক্ষত তৈরি হয়েছে। তাঁর হাত ও পিঠে আঘাত লেগেছে। তাঁর পিঠে একটি ধারালো বস্তু ঢোকানো হয়েছিল, যা গতরাতে অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়। ডাক্তার বলেন, সইফের (Saif Ali Khan Attacked) মেরুদণ্ডের কাছে গভীর ক্ষত রয়েছে। হামলাকারী ছুরিটি ঘটনাস্থলের আশেপাশের থেকে নেওয়া হয়েছিল, নাকি নিজের সঙ্গে নিয়ে গেছিল তাও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সইফের বাড়িতে আক্রমণকারী ছুরিটি খুঁজে পায়নি।