Salil Chowdhury: ‘সুরের সলিলে কয়েকঘন্টা’ সলিল চৌধুরীর শতবর্ষ উদযাপন কলকাতায়

এক ভিন্ন মেজাজের অতুলনীয় সুরকার সলিল চৌধুরীর (Salil Chowdhury) শতবর্ষ উদযাপন হল কলকাতার চারুবাসনা আর্ট গ্যালারিতে। শনিবার সন্ধ্যায় গানে ও কথায় ‘সুরের সলিলে কয়েকঘন্টা’ মেতে ওঠেন কলকাতাবাসী।
আনন্দী কমিউনিকেশান সেন্টার ও রূপসা সাহিত্য পত্রিকার উদ্যোগে উপেন্দ্রকিশোর সভাঘরে সলিল চৌধুরীর (Salil Chowdhury) স্বর্ন যুগের গান পরিবেশন করেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অমিতাভ চন্দ। বৃন্দবাদনের মাধ্যমে ‘আনকাট সলিল’ পরিবেশন করেন শিল্পী ঋত্বিক মিত্র ও সম্প্রদায়। সলিলের জীবন ও কর্মকান্ড নিয়ে আলোচনা ও স্মৃতিকথায় ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক শংকরলাল ভট্টাচার্য।

 

উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী যোগেন চৌধুরী, রাজ্যসভার সাংসদ ও আইনজীবী সুখেন্দুশেখর রায়,টেকনো ইন্ডিয়া গ্রুপের অধ্যাপক মানসী রায়চৌধুরী সহ বহু বিশিষ্ট মানুষ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রানী ভট্টাচার্য। উপস্থাপনায় ছিলেন সুদিপ্তা মুখোপাধ্যায়। ইন্দ্রানী ভট্টাচার্য বলেন, সলিল চৌধুরির মতো অসাধারন প্রতিভার মানুষটির জীবন ও কর্মকান্ড তুলে ধরতেই এই উদ্যোগ।
তবে সলীল চৌধুরি যে মাপের মানুষ ছিলেন তিনি যোগ্য সম্মান পাননি বলে মনে করেন সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য।