গত কয়েকদিন ধরে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে একের পর এক মৃতদেহ পাওয়া যাচ্ছে (Saltlake)। এবার সল্টলেকের (Saltlake) সেক্টর ফাইভে বিধাননগর থানার পুলিশ এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। এক ২৮ বছরের তরতাজা যুবকের দেহ উদ্ধার হওয়ায় স্তম্ভিত এলাকার লোকজন। যুবকের মৃতদেহ উদ্ধারকে (Saltlake) কেন্দ্র করে তাঁর সহকর্মীরা (Saltlake) পর্যন্ত অবাক হয়ে গিয়েছে। আত্মহত্যা নাকি খুন, সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে (Saltlake) । মৃত্যুর কারণ নিয়ে একাধিক ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম পরিবেশ চট্টোপাধ্যায়। তিনি বাইপাসের ধারে মুকুন্দপুরের বাসিন্দা। পুলিশ তদন্তে নেমে যুবকের কল লিস্ট খতিয়ে দেখছে। সেখান থেকে যুবকের বান্ধবীর হদিশ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, শুক্রবার বেশ খানিকক্ষণ পরিবেশ তাঁর বান্ধবীর সঙ্গে কথা বলেছিলেন। সেখানে যুবক তাঁর বান্ধবীকে জানিয়েছিলেন, তিনি পাঁচ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু সেই ঋণ তিনি শোধ করতে পারছিলেন না। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ঋণ শোধ করতে না পারায় যুবক মানসিক অবসাদে ভুগছিলেন। সেখান থেকেই যুবক ১৬ তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছিলেন। ইতিমধ্যে যুবকের দেহ বিধাননগর হাসপাতাল থেকে আরজি করে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে। তবে যুবকের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে বিধাননগর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেছে। সেই ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।