৯০ দিনের মাথাতেও চার্জশিট দিতে পারেনি সিবিআই (Sandeep Ghosh)। আরজি কর কাণ্ডে জামিন পেয়ে গেলেন আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ (Sandeep Ghosh)। টালা থানার অপসারিত ওসিও জামিন পেয়েছেন। তাঁরা (Sandeep Ghosh) ব্যক্তিগত ২০০০ টাকা বন্ডে জামিন পেয়েছেন বলে জানা গিয়েছে।
একাধিক শর্তে সন্দীপ ঘোষ ও টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলকে জামিন দেওয়া হয়েছে। জেল মুক্তি হবে অভিজিৎ মণ্ডলের। তবে জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না সন্দীপ ঘোষ। কারণ তাঁর বিরুদ্ধে আরজি করে দুর্নীতির অভিযোগে মামলা চলছে। সেই মামলায় তিনি এখনও জামিন পাননি। তাই সন্দীপ ঘোষকে এখনও জেলেই থাকতে হচ্ছে বলে জানা গিয়েছে। সন্দীপ ঘোষ ও অভিজিত মণ্ডলের বিরুদ্ধে তিলোত্তমার খুন-ধর্ষণ কাণ্ডে তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগ এনেছিল সিবিআই। পাশাপাশি সিবিআই মামলায় একাধিকবার প্রভাব খাটানোর অভিযোগ নিয়ে এসেছিল। তবে এদিনের শুনানিতে অভিযুক্ত দুজনের কাউকেই হেফাজতে চায়নি সিবিআই।
তারপর থেকেই জামিনের সম্ভাবনা তীব্র হতে থাকে। অন্যদিকে, সিবিআইয়ের চার্জশিট জমা দেওয়ার নির্ধারিত সময় শুক্রবারই পেরিয়ে যায়। শুনানি শেষে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন হয়। জামিন পাওয়ার পরেই সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ উঠছে, সিবিআই সঠিকভাবে তদন্ত করছে না। এই খবর প্রকাশ্যে আসতেই হতাশা প্রকাশ করেন আরজি করে নির্যাতিতার বাবা-মা। তিনি পরিষ্কার বলেন, “ওরা যে তদন্ত ঠিক পথে করছেন না তার প্রমাণ পাওয়া গেল। উচ্চ আদালতে যেতে হবে এবার।”
প্রসঙ্গত, ৯ আগস্ট আরজি করের চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। তাঁকে ধর্ষণ করে নির্মম অত্যাচার করে খুন করা হয়। তারপরেই আরজি করে তৎকালীন প্রিন্সিপালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। প্রশ্ন উঠতে থাকে তৎকালীন টালা থানার অফিসের বিরুদ্ধে।