আরজি কর দুর্নীতি মামলায় একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে চাঞ্চল্যকর তথ্য উদ্ধা করেছে ইডি। ইডি সূত্রের খবর সন্দীপ ঘোষের (Sandeep Ghosh) শ্যালিকার বাড়ি থেকে উত্তরপত্র উদ্ধার করেছে। সেই উত্তরপত্রের কপি কীভাবে সন্দীপ ঘোষের (Sandeep Ghosh) শ্যালিকার বাড়িতে এল? এই উত্তরপত্রের কপিতে আর্থিক লেনদেন হয়েছে কি না, ইডি খতিয়ে দেখছে। সূত্রের খবর, ২০০ পাতার উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও সন্দীপ ঘোষের (Sandeep Ghosh) শ্যালিকার বাড়ি থেকে প্রচুর পরিমাণে টেন্ডারের কপি, দলিল, সম্পত্তির কাগজপত্রও উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ ও শ্যালিকা অর্পিতা বেরাকে প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। উদ্ধার হওয়া নথির ভিত্তিতে অর্পিতা বেরাকে ইডির প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এয়ারপোর্ট সংলগ্ন সন্দীপ ঘোষের শ্যালিকার বাড়ি। জানা যাচ্ছে, সেখান থেকেই সন্দীপ ঘোষের ল্যাপটপ উদ্ধার হয়েছে। যে ল্যাপটপেই এই দুর্নীতি মামলায় অনেক তথ্য প্রমাণ রয়েছে বলে মনে করা হচ্ছে।
আরজি করের দুর্নীতি মামলায় ইতিমধ্যে সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করেছে। সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সন্দীপ ঘোষের স্ত্রী ও শ্যালিকা ছাড়াও তাঁর একাধিক আত্মীয় ইডির স্ক্যানারে রয়েছে বলে জানা গিয়েছে। সন্দীপ ঘোষের শ্যালিকার বাড়ি, শ্বশুরবাড়ির পাশাপাশি সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতেও ইডি তল্লাশি চালিয়েছে বলে জানা গিয়েছে।
একদিন আগেই সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডি তল্লাশি চালিয়েছে। তবে সেই সময় বাড়িতে সন্দীপ ঘোষের বাবা-মা ছিল না। জানা গিয়েছে, এক মাস আগেই প্রতিবেশী এক ব্যক্তিকে বাড়ি রক্ষণাবেক্ষণের ভার দিয়ে সন্দীপ ঘোষের বাবা-মা বাইরে চিকিৎসার জন্য গিয়েছেন। সেই কেয়ারটেকারকে ডেকে আনা হয়। সন্দীপ ঘোষের বিষয়ে ইডি জিজ্ঞাসাবাদ করে। কতদিন অন্তর সন্দীপ ঘোষ আসতো। ৯ আগস্টের পর সন্দীপ ঘোষ এসেছিলেন কি না। পাশাপাশি সন্দীপ ঘোষের এক আত্মীয়কে ডেকে আনা হয়েছিল ইডির তরফে। তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়।