বাড়িতে সিবিআই তল্লাশির পরদিনই ফের সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ(Sandeep Ghosh)। সোমবার সকালে একটি হলুদ রংয়ের ফাইল হাতে সিবিআই দপ্তরে ঢুকতে দেখা যায় তাঁকে। এই নিয়ে দশম দিনে সিবিআই দপ্তরে পৌঁছলেন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ। এদিকে, রবিবারের পর সোমবার নিজাম প্যালেসে দেবাশিস সোম। গতকাল তাঁর বাড়িতে সিবিআই তল্লাশি চালানোর পর নথি নিয়ে সস্ত্রীক দেবাশিস নিজামে গিয়েছিলেন। প্রায় ঘণ্টাচারেক ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলেই খবর।
আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই নজরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ভুরিভুরি। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগে কলকাতা হাই কোর্টে মামলা করেন প্রাক্তন সুপার আখতার আলি। ওই মামলায় নাম ছিল হাসপাতালের ফরেনসিক ডেমনস্ট্রেটর দেবাশিস সোম। ওই ঘটনায় হাই কোর্টের নির্দেশে তদন্তভার পেয়েছে সিবিআই। তার পরই অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কারণ, সিবিআই সূত্রে খবর, তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের নেপথ্যে ‘বৃহত্তর ষড়যন্ত্র’ দেখছেন তদন্তকারীরা।
ফরেন্সিক কর্তা দেবাশিসের কেষ্টপুরের বাড়িতেও রবিবার সকালেই গিয়েছিল সিবিআই। কয়েক ঘণ্টা সেখানে তল্লাশি চালানো হয়। আর্থিক অনিয়মের অভিযোগে দেবাশিসেরও নাম রয়েছে।
এন্টালিতে প্রাক্তন সুপার সঞ্জয়ের বাড়িতে রবিবার হানা দিয়েছিল সিবিআই। দুপুরে তাঁকে নিয়ে অন্য একটি বাড়িতে গিয়েছেন গোয়েন্দারা। দু’জায়গাতেই তল্লাশি চলেছে।