বুধবার বিজেপি নেত্রী (SandeshKhali) রেখা পাত্রকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই মন্তব্যের জবাব দিলেন লোকসভা নির্বাচনে বসিরহাটের (SandeshKhali) বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি বলেন, ‘এটা গোটা সন্দেশখালির (SandeshKhali) মা-বোনেদের অপমান।’
বুধবার হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রেখা পাত্রকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। তিনি বলেন, “সেই ভদ্রমহিলা কোথায়? এই তো হাজি নুরুলের বিরুদ্ধে কেস করেছিল হেরে গিয়ে। হেরো মাল, কেস করল। বিজেপি কেস করতে জানে মানুষের পাশে থাকতে জানে না।” ফিরহাদ হাকিমের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেন বিজেপি নেত্রী রেখা পাত্র। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “আমাকে যে ভাষায় আক্রমণ করেছেন সেটা খুবই নিন্দনীয়। আমার মতো খেটে খাওয়া পরিবারের মেয়েকে অপমান করা হয়েছে। এটা গোটা সন্দেশখালির মা-বোনেদের অপমান।”
অন্যদিকে, রেখা পাত্রকে অপমান করায় তীব্র প্রতিক্রিয়া দেখান শুভেন্দু অধিকারী। তিনি বলেন “রেখা পাত্রকে অপমান করার কোনও অধিকার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ফিরহাদ হাকিমের। একজন মহিলা সম্পর্কে ওই শব্দ ব্যবহার করা উচিত হয়নি।” শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া দেখান। সোশ্যাল মিডিয়ায় তিনি জাতীয় মহিলা কমিশনকেও ট্যাগ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর দফতর, , জাতীয় তফসিলি জাতি জনজাতি কমিশনেকে ট্যাগ করে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারকেও ট্যাগ করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। তাঁর দাবি, শুধু একজন মহিলাকে নয়, পৌণ্ড্র ক্ষত্রিয় জনজাতিকেও অপমান করা হয়েছে।
তবে এই বিষয়ে তৃণমূলের কোনও নেতা এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। ফিরহাদ হাকিমও নিজের পক্ষে কোনও সাফাই দেননি। তবে ফিরহাদ হাকিমের মন্তব্য তৃণমূলকে যে অস্বস্তিতে ফেলেছে, তা বলার অপেক্ষা রাখে না।