যবতমল: পোলিও টিকাকরণ কেন্দ্রে শিশুদের খাওয়ানো হলো স্যানিটাইজারের ফোঁটা। ১২টি শিশু আপাতত ভর্তি হাসপাতালে। সকলেরই বয়স পাঁচের নীচে। সোমবার ঘটনাটি মহারাষ্ট্রের যবতমলের। যবতমল ডিস্ট্রিক্ট কাউন্সিল চিফ এগজিকিউটিভ অফিসার শ্রীকৃষ্ণ পাঞ্চাল এ কথা জানিয়েছেন।
সংবাদসংস্থা এএনআই-কে পাঞ্চাল বলেন, ‘যবতমলে ১২টি শিশুকে পোলিও টিকার বদলে স্যানিটাইজারের ফোঁটা দেওয়া হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই শিশুরা ভালো আছে। এক চিকিৎসক, এক স্বাস্থ্যকর্মী এবং একজন আশা কর্মীকে সাসপেন্ড করা হবে।’
গত ৩০ জানুয়ারি এ বারের পোলিও টিকাকরণ কর্মসূচির সূচনা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি ভবনে পাঁচের নীচের শিশুদের পোলিও ড্রপ খাওয়ান তিনি। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এক দশক হলো ভারত পোলিওমুক্ত। ২০১১-র ১৩ জানুয়ারি শেষ পোলিও ধরা পড়েছিল। পাকিস্তান বা আফগানিস্তানের মতো দেশ থেকে যাতে ফের তা ঢুকে না-পড়ে, সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রয়েছে ভারতের।