কাজের প্রথম দিনই তীব্র লেট শিয়ালদহ শাখার আপ এবং ডাউন লাইনের (Sealdah Main Division) সব ট্রেন। জানা গিয়েছে যে প্রতিটি ট্রেনেই গড়ে ১৫-২০ মিনিট লেট। যদিও কেন দেরিতে চলছে ট্রেন, সেই নিয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। তবে এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কাজের প্রথম দিনে এমন লেটের ঘটনায় অনেক যাত্রীই রেলের প্রাথমিক পরিষেবাকে দোষারোপ করেছে।
শিয়ালদহ মেন লাইনে (Sealdah Main Division) ৯.১৫ মিনিটের কল্যাণী শিয়ালদহ লোকাল ৩২ মিনিট দেরিতে চলছে। ৮.৩৫ মিনিটের শান্তিপুর লোকাল ২৫ মিনিট দেরিতে চলছে। অন্যদিকে ৮.২৫ মিনিটের শিয়ালদহ শান্তিপুর লোকাল ২৫ মিনিট দেরিতে চলছে বলে খবর। ৮.৪৫ মিনিটের গেদে শিয়ালদহ লোকাল ১৫ মিনিট দেরিতে চলছে বলে জানা গিয়েছে। সময় যত গড়াচ্ছে গাড়ির চাকা ধীর গতি হচ্ছে বলে জানা যাচ্ছে। সপ্তাহের প্রথম দিনই প্রবল ভিড় উপেক্ষা করে কাজে যেতে হচ্ছে।
গতকালই খবরে প্রকাশিত ১লা জুলাই থেকে শিয়ালদহ মেন শাখায় সব ট্রেন ১২ বগির হবে এই আনন্দে অপেক্ষারত লক্ষ লক্ষ নিত্যযাত্রীরা। দিনের শেষে ঘেমেনেয়ে বাড়ির ফেরার সময় একটু শান্তিতে যাতে যাওয়া যেতে পারে। এই আশাটুকু নিয়ে বুক বাঁধছে অসংখ্য নিত্যযাত্রীরা। কথিত আছে ভারতীয় রেল সবকিছুতেই লেট। কিন্তু ১লা জুলাই থেকে ১২ বগির ট্রেন শুরু হওয়ার বদলে সপ্তাহের শেষ থেকে প্রায় সব ট্রেনেই ১২ বগির করা হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, নতুন মডেলের অত্যাধুনিক কোচও পাওয়া গিয়েছে বলে জানাল যাত্রীদের একাংশ।
কিন্তু সেই ঘুরেফিরে ট্রেন দেরিতে চলা নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে যাত্রীদের মধ্যে। ১২ কোচের ট্রেনের আগে ট্রেন যাতে সময়ে চালানো হয় সেই কথায় জানিয়েছে যাত্রীরা।