পল্লব হাজরা, কলকাতা: রাত ফুরালেই কোজাগরী লক্ষ্মী পুজো(Laxmipuja)। ছুটির আগের দিন বাড়ি ফিরতে হঠাৎ বিপত্তি ট্রেনযাত্রীদের ! শুক্রবার সন্ধ্যে ৭ শিয়ালদা(Sealdah) দক্ষিণ শাখার গড়িয়া(Garia) স্টেশনে ট্রেনের বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। ঘটনার জেরে আপ ও ডাউন দুই লাইনে থমকে যায় একের পর এক লোকাল ট্রেন। ডায়মন্ডহারবার, ক্যানিং, লক্ষীকান্তপুর সহ একাধিক লোকাল ট্রেন দাঁড়িয়ে পরে স্টেশন গুলিতে। ফলে বেশ কয়েক ঘন্টা ভোগান্তির শিকার হন ট্রেন যাত্রী। রেলের তৎপরতায় প্রায় তিন ঘন্টা পর স্বাভাবিক হয় পরিষেবা।
একদিকে কলকাতায় কার্নিভাল(carnival)অপর দিকে ছুটিতে বাড়ি ফেরত যাত্রীদের বেশ বিপাকে পড়তে হয় এদিনের সন্ধ্যায়।