অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর গুলিতে শীর্ষ হিজবুল কমান্ডার-সহ  খতম ৩ জঙ্গি

খবর এইসময়, নিউজ ডেস্কঃ ফের সাতসকালে তীব্র গুলির লড়াই৷ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে এনকাউন্টারে খতম হল তিন জঙ্গি৷ নিহতদের মধ্যে রয়েছে হিজবুলের শীর্ষ কমান্ডার মাসুদ আহমেদ ভাট৷ এছাড়া খতম হয়েছে আরও দুই লস্কর জঙ্গি৷

এই অভিযানের পরই ডোডা জেলাকে হিজবুল মুক্ত ঘোষণা করে দেয় পুলিশ৷ কাশ্মীর পুলিশে ডিআইজি দিলবাগ সিং এনডিটিভিকে জানান, ডোডাতে এই তিন জঙ্গিই অবশিষ্ট ছিল৷ সোমবার এনকাউন্টারে তিনজনই মারা যায়৷ জম্মুর ডোডা জেলা এখন সম্পূর্ণভাবে সন্ত্রাস মুক্ত৷

অনন্তনাগের কুলচোহর এলাকায় মাসুদ যে লুকিয়ে আছে সেই খবর সূত্র মারফত পৌঁছয় যৌথ বাহিনীর কাছে৷ সেই মতো কাশ্মীর পুলিশকে নিয়ে অভিযানে নামে আধা সামরিক বাহিনী৷ খুঁজে খুঁজে জঙ্গিদের বের করেন জওয়ানরা৷ শুরু হয় তীব্র গুলির লড়াই৷ ঘণ্টাখানেক পরই তিন জঙ্গি মৃতদেহ উদ্ধার হয় এনকাউন্টারের জায়গা থেকে৷ এছাড়া উদ্ধার হয় একটি একে ৪৭ রাইফেল এবং দুটো পিস্তল৷

ডোডা জেলা এখন জঙ্গি মুক্ত হলে কাশ্মীর পুলিশ শনিবার জানায়, দক্ষিণ কাশ্মীরে এখনও ২৯ বিদেশি জঙ্গি রয়েছে৷ এদেরও পরপর খতম করা হবে বলে জানান আইজিপি বিজয় কুমার৷