আবু আলী, ঢাকা, ২৭ মার্চ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশ বিশ্বের সামনে উন্নতির উদাহরণ, আর সেই উন্নয়নের সহযাত্রী ভারত।শনিবার গোপালগঞ্জের ওড়াকান্দিতে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেন ভারতীয় প্রধানমন্ত্রী।
এসময় তিনি বলেন, ঠাকুরনগর থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত একই রকম আস্থা, ভরসা ও অনুভব রয়েছে।আপনাদের জাতীয় অনুষ্ঠানে আপনাদের জন্য ভারতের ১৩০ কোটি জনগণের পক্ষ থেকে ভালোবাসা নিয়ে এসেছি। আপনাদের সবাইকে জাতীয় দিবসের অভিনন্দন।
তিনি আরও বলেন, এখানে আসার আগে আমি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিতে গিয়েছিলাম। শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও তার উপর বাংলাদেশিদের বিশ্বাস একটি উদাহরণস্বরুপ।
নরেন্দ্র মোদি যোগ করেন, আজ যেভাবে দুই দেশের সরকার দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করছে এভাবেই হরিচাঁদ ঠাকুরও একই পথ দেখিয়েছিলেন। একইভাবে এই ওড়াকান্দি দুই দেশের আত্মিক সম্পর্কের তীর্থক্ষেত্র। এই সম্পর্ক মানুষের সাথে মানুষের সম্পর্ক, মনের সঙ্গে মনের সম্পর্ক।
বিশ্ব নিয়ে দুই দেশের ভাবনা এক জানিয়ে মোদি বলেন, দুটি দেশই বিশ্বের অস্থিরতা, সন্ত্রাস ও অশান্তির বদলে স্থিতিশীলতা, প্রেম ও শান্তি চায়। দুটি দেশই করোনা মহামারীর জোরদার মোকাবেলা করছে। দুই দেশের এক জোট হয়ে সব বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা উচিত।
এসময় শান্তনু ঠাকুরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, হরিচাঁদ ঠাকুরের আদর্শই বয়ে নিচ্ছেন শান্তনু ঠাকুর। তিনি বয়সে আমার থেকে ছোট। কিন্তু আমি তার কাছে অনেক কিছু শিখি। তিনি খুবই কর্মঠ। হরিচাঁদ ঠাকুর বরাবর আধুনিকতা ও পরিবর্তনের সমর্থন করেছেন। হরিচাঁদ ঠাকুরের শিক্ষা তার উত্তরাধিকারী গুরুচাঁদ ঠাকুরের মধ্যেও রয়েছে। তিনি দলিত, পীড়িত সম্প্রদায়ের কাছে তার শিক্ষা পৌঁছে দিয়েছেন।
ওড়াকান্দিতে নারী শিক্ষা অভিযানে ভারতও এখন যুক্ত হবে বলে জানান নরেন্দ্র মোদি।