বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Haseena) প্রত্যর্পণের আবেদন জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমরা ভারত সরকারকে বলেছি যে বাংলাদেশ সরকার চায় শেখ হাসিনা বিচার প্রক্রিয়ার জন্য বাংলাদেশে ফিরে আসুন।
এর আগে সোমবার প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, তাঁর মন্ত্রক বহিষ্কৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Haseena) ভারত থেকে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। সেই থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে।
Bangladesh requests India to send Sheikh Hasina back
Read @ANI Story | https://t.co/MDNXmX3VJF#Bangladesh #SheikhHasina pic.twitter.com/hJ7M98weAH
— ANI Digital (@ani_digital) December 23, 2024
আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন এই বিষয়ে কথা বলেন। তিনি জানান, আমরা জানিয়েছি ভারতকে। আমরা তাকে (Sheikh Haseena) যে ফেরত চাওয়া হচ্ছে, বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারত সরকারকে জানানো হয়েছে।
কোন উপায়ে শেখ হাসিনাকে (Sheikh Haseena) ফেরত পাঠানো হবে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ীই তাকে ফেরানো যাবে।