ভারতীয় ক্রিকেটে নতুন অধিনায়ক হলেন শুভমন গিল (Shubman Gill)। প্রত্যাশা মতোই শুভমনের মুকুটে পড়ল নতুন পালক। জ়িম্বাবোয়ে সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল সোমবার। দলের অধিনায়ক শুভমন গিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর এটাই ভারতীয় দলের প্রথম সিরিজ়। দলে পাঁচ নতুন মুখ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গিলের উপরে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার কারণ হল জিম্বাবোয়ে সফরে যেতে চাননি হার্দিক পাণ্ডিয়া ও সূর্যকুমার যাদব। এই দুজন সিনিয়র ক্রিকেটার ছাড়াও বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, জশপ্রীত বুমরাহ বিশ্রাম নেবেন বিশ্বকাপের পরে।
গম্ভীর আসছেন, তাই আইপিএলে পারফর্ম করা একঝাঁক তরুণকে জিম্বাবোয়ে সফরে পাঠাচ্ছে ভারত। ৫ ম্যাচের টি-২০ সিরিজ। প্রত্যাশা মতোই ক্যাপ্টেন হলেন শুভমন গিল। যিনি বিশ্বকাপ টিমেই সুযোগ পাননি। জায়গা পেয়েছেন বেশ কিছু নতুন মুখ। একনজরে দেখে নেওয়া যাক ভারতীয় দল। শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), নীতীশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার ও তুষার দেশপান্ডে।
১৫ জনের দল বেছে নিয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে সুযোগ না পাওয়া শুভমনকে (Shubman Gill) অধিনায়ক করা হয়েছে। দলে প্রথম বার ডাক পেলেন অভিষেক শর্মা, রিয়ান পরাগ, নীতীশ রেড্ডি, ধ্রুব জুরেল এবং তুষার দেশপাণ্ডে। এঁদের মধ্যে ধ্রুব টেস্ট ক্রিকেট খেললেও টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেন প্রথম বার।