বই মানুষের একমাত্র নিরব বন্ধু। সভ্য মানুষের জীবনে অপরিহার্যরূপে জড়িয়ে গিয়েছে বই। মানুষ তার অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা কিংবা অনুভূতিগুলিকে ধরে রাখতে চেয়েছে বইয়ের (Shyamnagar Book Fair) মাধ্যমে। সংস্কৃতি, জ্ঞানচর্চা আর বাণিজ্যের মেলবন্ধনেই সৃষ্টি হয়েছে বইমেলার যা বেশিরভাগ শীতকালেই অনুষ্ঠিত হয়। বইমেলা প্রথম প্রথম শহরকেন্দ্রিক থাকলেও এখন বইমেলা শহরতলীর বিভিন্ন অঞ্চলের মধ্যে ছড়িয়ে পড়েছে।
বাংলা সাহিত্যের ইতিহাসে যিনি ব্যঙ্গকৌতুক রসের স্রষ্টা হিসেবে বিশেষভাবে পরিচিত সেই সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের জন্মভিটে শ্যামনগরে শুরু হল (Shyamnagar Book Fair) বইমেলা।
শ্যামনগর বইমেলা এই বছর ২১ তম বর্ষে পদার্পণ করলো। প্রতি বছরের মতো এই বছরও শ্যামনগর কালিবাড়ি পার্ক অর্থাৎ হরিমোহন ত্রৈলোক্যনাথ রঙ্গলাল উদ্যানে ২৭ সে ডিসেম্বর শুভ উদ্বোধন হল শ্যামনগর বইমেলার (Shyamnagar Book Fair) । উদ্বোধন করলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক প্রশান্ত কুমার মারিক । প্রথমে উদ্বোধনী সংগীত তারপর বেলুন উড়িয়ে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে উদ্বোধন ঘটে শ্যামনগর বইমেলার। আগামী ২ রা জানুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে এই বইমেলা। প্রতিবছরের মতো এই বছরও নানা বইয়ের স্টল নিয়ে হাজির হয়েছে বিভিন্ন পাবলিশার্স। এই বছর উপস্থিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে ছায়া প্রকাশনী এবং অন্যান্য বই এর প্রকাশনী রা। এবং গুটি গুটি পায়ে কিন্তু ভিত জমাচ্ছেন পুস্তক প্রেমীরা। সাথে রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, এবং ২রা জানুয়ারি রয়েছে বিশেষ আকর্ষণ জব ফেয়ার অর্থাৎ চাকরি মেলা।
বইমেলা প্রসঙ্গে কমিটির সম্পাদক সীমান্ত মিত্র জানান……… ভিডিওটি দেখুন