পল্লব হাজরা, ব্যারাকপুর: যাত্রী দুর্ভোগ যেন পিছুই ছাড়ছে না শিয়ালদহ নৈহাটি প্রধান শাখায়। সোমবার সপ্তাহের প্রথম দিন নৈহাটি সিগনাল ব্যবস্থা বিকল হয়ে পরে। নিয়ন্ত্রণ করা হয় ট্রেন চলাচল ফলে নাকাল হয় রেল পরিষেবা। রেল সূত্রে খবর এদিন সকাল ৬টায় সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটি ধরা পরে। ৮টা ৫০মিনিটে আংশিক মেরামতি হলেও পরিশেষে স্বাভাবিক হয়নি রেল চলাচল।
সকাল থেকে ৭টি দূরপাল্লার ট্রেন এবং ২০টি লোকাল দেরিতে চলেছে। ব্যান্ডেল নৈহাটি রেল পরিষেবাতেও পড়েছে প্রভাব। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে বেশির ভাগ স্টেশনে লোকাল ট্রেন পরপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যার জেরে সম্যসায় পরে রেলযাত্রীরা। বেশ কিছু যাত্রীদের মধ্যে দেখা যায় ক্ষোভের বহিঃপ্রকাশ।
সরকারি সংস্থায় কর্মরত কাকিনাড়ার বাসিন্দা শান্তনু রায় জানান, পেশার তাগিদে প্রত্যহ কর্মক্ষেত্রে বেরতে হয়। সে দিক থেকে ট্রেনই ভরসা। তবে এদিন বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে এসে সঠিক সময় রেল পরিষেবা না মেলায় অনেকটাই দেরি হয়ে যায়। অফিস পৌঁছাতে তাই বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থা খুঁজে নেন তিনি।
আগেও চলতি বছরের মার্চ মাসে এক সপ্তাহ ধরে নৈহাটি-হালিশহর স্টেশনের মাঝে নন ইন্টারলকিংয়ের কাজ হওয়ায় প্রায় প্রতিদিন সম্যসায় পড়েছিল সাধারণ রেল যাত্রীরা।
তবে দ্রুত সমস্যা সম্যসা সমাধান করে পরিষেবা স্বাভাবিক করে তোলা হবে এমনটাই আশ্বাস রেলের পক্ষ থেকে।