বাইপাসে ধারে বিলাস বহুল হোটেলে ভিতর শ্লীলতাহানির(Physical Harresment) ঘটনা। গতকাল রাতে খাত্যনামা এক সংগীত শিল্পী দম্পতি এই পাঁচতারা হোটেলে গিয়েছিলেন ৬ জনকে নিয়ে জন্মদিন উদযাপন করতে।
সেই হোটেলের ভিতরে প্রাইভেটলি গানবাজনা আসর বসে। সেই সময় ঘটনাটি ঘটে বলে অভিযোগ। গানবাজনা আসর চলাকালীন এক ব্যক্তি উত্তক্ত করেন ওখানে উপস্থিত এক গায়িকাকে। আচমকা অভিযোগকারিনির সঙ্গে থাকা অন্য এক তরুনীর কাছে এসে নাচ করতে শুরু করে ওই ব্যক্তি। এরপর তরুণী-সহ ৬ জন সরে যায়। কিছুক্ষণ পর আবার ওই ব্যক্তি নাচার জন্য প্রস্তাব দেয় অভিযোগকারিনীর এক বন্ধুকে।এরপর অভিযোগকারিনী প্রতিবাদ করলে হাত ধরে টানাটানি করে বলে অভিযোগ।
এমনকী হুমকি দেয় অভিযোগকারিনীকে। হোটেল কর্তৃপক্ষকে বলা হলে, ওই অভিযুক্তকে বিল নিয়ে বের করে দেওয়া হয়। এরপর পুলিশকে জানানো হয় এবং ঘটনাস্থলে পুলিশ আসে। কিছুক্ষণের মধ্যে ২ জন গ্রেফতার করা হয়। ধৃত অরুন কুমার এবং তার সাহযোগী। তদন্ত করছে প্রগতি ময়দান থানার পুলিশ। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচারের দাবিতে আন্দোলন মুখর গোটা শহর। এর মধ্যেও অভিযোগের পর অভিযোগ। কিছুদিন আগে দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ের রাস্তায় এক বাইক আরোহীর হাতে আক্রান্ত হন টলিউড অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। পায়েলকে হেনস্তা এবং গাড়ি ভাঙার অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়। জানা যায়, অভিযুক্ত বাইক আরোহী সেনা অফিসার। যাঁর নাম এম. আরাসান।