শুক্লা রায়চৌধুরী, কলকাতা: তাঁর গানে মেতে থাকত বাঙালি। সঙ্কটজনক অবস্থায় সোমবার তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা যে একেবারেই আশাব্যঞ্জক নয় তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। এমনকি অক্সিজেন সহায়তায় রাখা হয়েছে ৮২ বছর বয়সী নির্মলা মিশ্রকে।
তাঁর এই অসুস্থতার কথা জানান তাঁর স্বামী প্রদীপ দাশগুপ্ত। তিনি বলেন, “রবিবার রাতে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অনেকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন তিনি।”
হাসপাতাল সূত্রে খবর, তাঁর স্ট্রোক হয়েছে। পাশাপাশি নিউমোনিয়াতে আক্রান্ত তিনি। চিকিৎসা চলছে তাঁর। করোনা পরীক্ষাও করা হয়েছে। গত বছর তাঁর পেটে আলসারও ধরা পড়ে বলে খবর।
৫০ বছরেরও বেশি সময় বাংলা গানের জগতকে সমৃদ্ধ করেছেন নির্মলা মিশ্র। তাঁর কাছে বাঁচার অক্সিজেন গান। তাই অসুস্থতা সত্ত্বেও দীর্ঘদিন গানের শো চালিয়ে গিয়েছেন তিনি। তাঁর অসুস্থতার খবর সামনে আসায় চিন্তায় তাঁর অনুরাগীরা। প্রবীণ শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা।