বাংলাদেশে (Bangladesh protest)কার্ফু জারি করা হয়েছিল আগেই। এ বার আরও কড়া পথে হাঁটল প্রধানমন্ত্রী শেখা হাসিনার সরকার। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, সারা বাংলাদেশে ‘শুট অন সাইট’ জারি করেছে সরকার। অর্থাৎ দেখামাত্রই গুলি চালানোর নির্দেশ দেওয়া হল সেনাবাহিনীকে। কোটা সংস্কারের দাবিতে গত কয়েক দিন ধরে বাংলাদেশে যে আন্দোলন চলছে, তাতে শনিবার পর্যন্ত মারা গিয়েছেন ১১৪ জন বলে জানিয়েছে রয়টার্স-সহ বিভিন্ন সংবাদমাধ্যম। বিবিসি নিউজ বাংলা দাবি করেছে, শনিবার সে দেশে আরও সাত জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন এক পুলিশকর্মী।
শুক্রবার রাতেই কার্ফু জারি হয় বাংলাদেশে। আজ, রবিবার সকাল ১০টা পর্যন্ত কার্ফু জারি রয়েছে। তবে সরকার কার্ফুর মেয়াদ আরও বাড়াতে পারে। শনিবার দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত কার্ফু শিথিল করা হয়েছিল, যাতে সাধারণ মানুষ অত্যাবশ্যকীয় পণ্য সংগ্রহ করতে পারে।
সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, কেবলমাত্র জরুরি পরিষেবাতেই ছাড় দেওয়া হয়েছে। বাকি সব পরিষেবা ও দফতর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কার্ফুর মধ্যেও অশান্তির আঁচ কমেনি বাংলাদেশে। এই নিয়ে সংঘর্ষে এখনও পর্যন্ত ১১৪ জনের মৃত্যু হয়েছে বলেই বিভিন্ন সংবাদসংস্থার দাবি।
কোটা ফিরিয়ে আনার যে রায় দিয়েছিল হাইকোর্ট, তা বাতিলের আবেদন জানাতে পারে সরকার। শীর্ষ আদালত কী রায় দেয়, তার উপরেই নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যত।