Soham Slapped Restaurant Owner: প্রভাবশালী সোহমের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ? হাইকোর্টে রেস্তরাঁ মালিক

নিউটাউন এলাকায় রেস্তোরাঁ মালিককে মারধরের (Soham Slapped Restaurant Owner) পর অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করা হয় । তারপরও পুলিশ কেন কোনও ব্যবস্থা নিচ্ছে না ? তাঁকে কেন গ্রেফতার করা হল না ? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেস্তোরাঁর মালিক (Soham Slapped Restaurant Owner) ৷ তিনি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন ৷ বুধবার এই নিয়ে তাঁর আইনজীবী শামিম আহমেদ বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন । বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন । আগামী শুক্রবার মামলাটির শুনানি ।

অভিযোগ, ওই রেস্তোরাঁয় শুটিং করতে গিয়ে গাড়ি রাখাকে কেন্দ্র করে বিধায়ক সোহম চক্রবর্তীর সঙ্গে বচসা হয় রেস্তোরাঁর মালিকের । দু’পক্ষের কথা কাটাকাটির মধ্যেই তাঁকে থাপ্পড় মারেন তৃণমূল বিধায়ক। পরে তিনি নিজেও এ কথা স্বীকার করে নিয়েছেন ৷ এই ঘটনায় থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয় ৷ তবে অভিযোগ পাওয়ার পরও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ ৷ এই নিয়েই আজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেস্তোরাঁর মালিক ৷

গত শুক্রবার রাতে নিউটাউনের সাপুরজি এলাকায় একটি রেস্তোরাঁয় বাংলা ছবির শ্যুটিং চলাকালীন এই ঘটনা ঘটে ৷ রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর এই নিয়ে আরও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন রেস্তোরাঁর মালিক । পালটা অভিযোগ দায়ের করেন অভিনেতাও । প্রথমে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রেস্তোরাঁর ম্যানেজার দীপঙ্কর ঘোষ । পালটা রেস্তোরাঁর মালিক আনিসুল আলম ও ম্যানেজার দীপঙ্কর ঘোষ-সহ রেস্তোরাঁর বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সোহম ।