সমীর সাহা, নদিয়া:শান্তিপুর খুনের ঘটনায় শুক্রবার সাংবাদিক সম্মেলন করলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণী আজহার আলী তৌসিফ। বৃহস্পতিবার সন্ধ্যায় পর শান্তিপুর থানার গোবিন্দপুর নিকুঞ্জনগরে নিজের মাসতুতো শ্বশুড় পঞ্চাশ বছরের মিন্টু দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে তার জামাই তাপস বিশ্বাস। ঘটনার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। ভাঙচুর এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয় অভিযুক্তের বাড়ি।
অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণী আজহার আলী তৌসিফ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর শান্তিপুর নিকুঞ্জনগরে মিন্টু দাস নামে এক ব্যক্তিকে ছুরি দিয়ে কোপায় তাপস বিশ্বাস। গুরুতর জখম অবস্থায় তাকে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়। অভিযোগের পর বৃহস্পতিবার রাতেই শান্তিপুর থেকেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তাপস বিশ্বাসকে। তিনি বলেন মিন্টু দাসের শালীর মেয়ের সাথে বিয়ে হয়েছিল তাপস বিশ্বাসের। জামাই তাপসের বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় খুন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। তবে অন্য কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা তদন্ত করে দেখা হচ্ছে। শুক্রবার অভিযুক্ত তাপসকে রানাঘাট আদালতে তোলা হয়।