কংক্রিটে ঘেরা ব্যস্ত শহর দূরে ঠেলে মন চলে যায় লালমাটির দেশে। বর্তমান সময় দাঁড়িয়ে লালমাটির দেশ শান্তিনিকেতন ভ্রমণে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে সোনাঝুরি হাট(Sonajhuri Hat)।
পল্লব হাজরা, বোলপুর: এতদিন সপ্তাহে সাতদিন সোনাঝুরি হাট দেখা মিললেও এখন শুক্র, শনি, রবি, সোম এই চারদিন দেখা মিলবে মেলার। এমনটাই স্পষ্ট নির্দেশ বনদপ্তরের। তবে এখনই মেলার স্থান পরিবর্তন হচ্ছে না। সোনাঝুরি (Sonajhuri Hat) বনদপ্তরের অধীনে। জঙ্গল পরিচর্যা থেকে চারাগাছ রোপন পাশাপাশি দূষণ রোধে এই সিদ্ধান্ত বনদপ্তরের। বনের সৌন্দর্য ও পরিচর্যা স্বার্থে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ীরা।
উল্লেখ্য, প্রায় ২০ বছর আগে বনদপ্তরে জায়গায় কজন ব্যবসায়ী মিলে এই মেলার সূচনা করে। ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে খোয়াই নদীর পাশে এই মেলা। রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের পাশাপাশি দূর দূরান্তের বহু পর্যটক ভিড় জমান এই মেলায়। আদিবাসীনৃত্য, কুটির শিল্প সহ হাতে তৈরি নানান পসরা সাজিয়ে বসে বিক্রেতা। দীর্ঘ সময় ধরে স্থানীয় মানুষ প্রশ্ন তুলছেন ক্রমশই সৌন্দর্য হারাচ্ছে এই পর্যটনকেন্দ্র। সোনাঝুরি এই বনে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে একাধিক বেআইনি রিসোর্ট থেকে হোটেল। হাটের শেষে যত্রতত্ৰ ছড়িয়ে থাকে আবর্জনা। বন বিভাগের এই পদক্ষেপে কিছুটা হলেও তাতে লাগাম পরানো সম্ভব হবে।
যদিও সপ্তাহের সাত দিনের বদলে চার দিন হাটের দিনক্ষণ বেঁধে দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া মিলেছে পর্যটকদের মধ্যে।