কলকাতা, বৃহস্পতিবার: ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) গুরুতর দুর্ঘটনার কবলে পড়েছেন। বৃহস্পতিবার দুপুরে বর্ধমানে বিশেষ এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে তাঁর গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়। সৌরভের কনভয়ে থাকা একাধিক গাড়ি এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
সূত্রের খবর, সিঙ্গুরের কাছে সৌরভের গাড়িকে দ্রুতগতিতে আসা একটি লরি চাপতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে সৌরভের গাড়িচালক হঠাৎ ব্রেক কষেন, যার ফলে পিছনে থাকা কনভয়ের গাড়িগুলো পরপর ধাক্কা মারে। সৌরভের গাড়ি রেঞ্জ রোভার হওয়ায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি। তবে কনভয়ের অন্যান্য গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর কিছুক্ষণ রাস্তার পাশে অপেক্ষা করতে হয় তাঁকে।
দুর্ঘটনার ধাক্কা সামলেও সৌরভ প্রতিশ্রুতি মতো বর্ধমানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁকে সেখানে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে তিনি বাংলার তরুণ ক্রিকেটারদের প্রসঙ্গ তুলে ধরেন এবং আগামী দিনে আরও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিকেলের দিকে সমস্ত অনুষ্ঠান শেষে কলকাতায় ফিরে আসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে দুর্ঘটনার কারণে কিছুটা অস্বস্তি থাকলেও তিনি সুস্থ রয়েছেন বলে জানা গেছে।