ISL 2021-22: ATK মোহনবাগানের সেমিফাইনাল স্পট সিল করার জন্য রায় কৃষ্ণই যথেষ্ট

খবরএইসময় ডেস্কঃ বৃহস্পতিবার ফাতোর্দার পিজেএন স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাইন এফসি’র বিরুদ্ধে ১-০ ব্যবধানে জয়ের মাধ্যমে ATK মোহনবাগান তাদের তাবিজ রয় কৃষ্ণের গোলে সেমিফাইনালে পৌঁছল।

 এদিন ATK মোহনবাগান খেলার শুরু থেকেই ছিল আক্রমনাত্মক। সেই ক্রমাগত আক্রমণে চেন্নাইন ডিফেন্সে বোমাবর্ষণ করে, তবে পাল্টা দিয়েছে চেন্নাইনও। মাঝখান থেকে কাজের কাজটি করেছে কৃষ্ণা। বিরতির ঠিক আগে (৪৫+৩ মিনিট ) এগিয়ে দিলেন দলকে। মার্সেলিনহোকে সরিয়ে আরও ওপরে উঠে এলেন আই লিগের সর্বকালের সবথেকে বেশি গোল করা ফুটবলারদের তালিকায়। চতুর্থ স্থানে রয়েছেন কৃষ্ণা।

সাথে,কলকাতার সবুজ মেরুনের দৈত্যরা ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে পৌঁছে গেল। এক ম্যাচ কম খেলে সমসংখ্যক পয়েন্ট জামশেদপুরের। কিন্তু হেড টু হেডে এগিয়ে টাটার দল। এটিকে মোহনবাগান লিগের একনম্বর দল হিসেবে শেষ করতে পারবে কিনা সেটা সোমবার জামশেদপুর ম্যাচে বোঝা যাবে। সেদিন জিতলেই থাকবে শীর্ষস্থান দখলের হাতছানি।

তবে শুধু জিতলেই হবে না, অন্তত দুই বা আরও বেশি গোলে জিততে হবে। এদিনের জয়ে আরও একটা রেকর্ড করল ATKমোহনবাগান। টানা ১৫ ম্যাচে অপরাজিত সবুজ মেরুন। আগে এই রেকর্ড ছিল এফসি গোয়ার। সেটাও জুয়ান ফেরান্দোর আমলেই। নিজের রেকর্ডই চাপিয়ে গেলেন স্প্যানিশ কোচ। এদিন প্রত্যাবর্তনেই রয় কৃষ্ণ গোলে ফেরায় স্বস্তি পাবেন কোচ ফেরান্দো। তবে জয়ের পেছনে তিরির অবদান অনস্বীকার্য। মূলত তাঁর জন্যই ক্লিনশিট রাখতে সক্ষম হয় সবুজ মেরুন।

 

 

তারা আগামী ৭ মার্চ জামশেদপুর এফসি-এর বিপক্ষে খেলবে সম্ভাব্য দল নির্ধারণ করতে যেটি টেবিলের শীর্ষে থাকবে। জামশেদপুরের হাতে দুই ম্যাচ আছে এবং ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তারা শুক্রবার ওড়িশা এফসি-এর সাথে মুখোমুখি হবে এবং একটি জয়ের সাথে লিগ শিল্ড জিততে পারে।

Google news