পল্লব হাজরা, বরাহনগর: ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে”। মাতৃগর্ভ থেকে প্রতিটি পদক্ষেপে মমতাময়ী মা মাতৃস্নেহে বড়ো করে তোলেন সন্তানদের। তেমন ভাবেই জীবজগৎকে প্রতিনিয়ত আগলে রেখেছেন দেবীদুর্গা।
হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপর শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তারই চূড়ান্ত ব্যস্ততার লক্ষ্য করা গেল বরাহনগর মল্লিক কলোনী সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপে। প্রতি বছরের ন্যায় এই বছরও দর্শনার্থীদের জন্য রয়েছে চমক। ৭৩তম বর্ষে তাদের ভাবনা “সৃষ্টি থেকে দৃষ্টি”। দেবীর মাতৃত্বের রূপ ফুটে উঠছে শিল্পীর শিল্পকলার মাধ্যমে।
খবর এইসময় এর ক্যামেরার সামনে মুখোমুখি হয়ে অন্যতম উদ্যোক্তা রামকৃষ্ণ পাল জানান, “এবার ৭৩তম বর্ষে পদার্পণ করলো আমাদের পুজো। একসময় যখন অসুরের তাণ্ডবে দেবলোক অতিষ্ট সেই সময় সৃষ্টি দেবী দুর্গার। দেবী জননীর ন্যায় রক্ষা করেছিলেন জীবকুলকে। মল্লিক কলোনী সার্বজনীনে ফুটে উঠবে সেই দৃশ্য।”
শিল্পী প্রদীপ বাগ বলেন, ‘প্রতিমায় থাকছে অভিনত্বের ছোঁয়া। মণ্ডপে প্রতিমায় মাতৃত্বের রূপ ফুটে উঠবে। মা যেমন সন্তানের প্রতি সর্বত্র দৃষ্টি রাখেন তেমনই সেই ভাবনা নিয়েই তৈরি হচ্ছে মণ্ডপ। পাটকাঠি, রঙিন কাপড়, ফাইবার দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ।’
চতুর্থীতে শুভ উদ্বোধন হতে চলেছেন মল্লিক কলোনী সার্বজনীনের পুজো। প্রতি বছরের মতো এবছরও দর্শনার্থীরা উৎসাহের মণ্ডপ উপভোগ করবেন এমনটাই আশাবাদী পুজো উদ্যোক্তারা।