জুনিয়র চিকিৎসকরা যে ১০ দফা দাবি নিয়ে আন্দোলন করছেন, বর্তমানে অনশনে বসেছেন, তার বেশিরভাগ জায়গা জুড়ে রয়েছে হাসপাতালের নিরাপত্তা (SSKM Hospital)। ইতিমধ্যে অনশন করে হাসপাতালে অনিকেত মাহাতো, আলোক ভর্মা, অনুষ্টুপ মুখোপাধ্যায় ভর্তি হয়েছেন। আর এই পরিস্থিতির মধ্যেই রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল SSKM-এ (SSKM Hospital) দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ উঠল। হাসপাতালে ঢুকে (SSKM Hospital) রোগীর পরিবার-আত্মীয়দের ওপরই হামলার অভিযোগ। একজনের মাথা ফেটে গিয়েছে বলেও খবর।
হাসপাতাল সূত্রের খবর, আজ সকাল ৮টার কিছু সময় পরে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ট্রমা কেয়ারের সামনে কিছু দুষ্কৃতী বাইকে করে আসে। হাতে হকি স্টিক, লাঠি, উইকেট ছিল। এরপরেই এসএসকেএম হাসপাতালের মধ্যেই হামলা শুরু হয়। জানা গিয়েছে, হাসপাতালের বাইরে দুই দলের মধ্যে অশান্তি শুরু হয়। সেই গন্ডগোলের পর একটি দল হাসপাতালে আসে চিকিৎসা করাতে। আর অন্যদলটি সেই হাসপাতালে আসে তাদের মারধর করতে। জানা গিয়েছে প্রায় ১২-১৫ জনের একটি দুষ্কৃতী দল হাসপাতালে ঢুকে এই ঘটনাটি ঘটিয়েছে।
ঘটনার পরেই হাসপাতাল চত্বরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বার বার হাসপাতালে কর্তব্যরত পুলিশকে ডাকা হয়েছিল। কিন্তু তারা কোনও সক্রিয় ভূমিকা গ্রহণ করেনি। আতঙ্কিত হয়ে পড়েছেন রোগীর পরিবার। তাঁরা জানিয়েছেন, ‘হাসপাতালে আমাদের সুরক্ষা কোথায়? চোখের সামনে দেখলাম দুষ্কৃতীরা পাইপ, হকি স্টিক নিয়ে ঢুকে মারধর করা শুরু করল। পুলিশ তখন কোথাও ছিল না। বেশ কিছুটা পরে এসেছে। ততক্ষণে দুষ্কৃতীরা ঘটনা ঘটিয়ে বেরিয়ে গিয়েছে। কোথাও কোনও সুরক্ষা নেই।’
এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বলেন, এক রোগী বাঁকুড়া থেকে আসে। আজই ওই রোগীর ডিসচার্জ হওয়ার কথা ছিল। সেই রোগীর পরিজনকেও মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। গোটা ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।